বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কেন্দ্রীয় কমিটি আগামী সোমবার (৩০ ডিসেম্বর) সুপ্রিম কোর্টসহ দেশের সকল জেলা বারে (আইনজীবী সমিতি) ‘গণতন্ত্র হত্যা’ দিবস পালনের সিদ্ধান্ত নিয়েছে।
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির (বার) ক্যান্টিনে শনিবার (২৮ ডিসেম্বর) বিকেলে সংগঠনের আহ্বায়ক সিনিয়র আনজীবী অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেনের সভাপতিত্বে এবং সদস্য সচিব ফজলুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত কেন্দ্রীয় কমিটির বিশেষ সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
ওইদিন দুপুরে কেন্দ্রীয় কর্মসূচি হিসেবে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে সমাবেশ ও কালো পতাকা নিয়ে বিক্ষোভ মিছিল বের করা হবে বলে জানানো হয়। পাশাপাশি দেশের সকল বারে কালো পতাকা নিয়ে বিক্ষোভ ও সমাবেশ করার আহ্বান জানান আইনজীবী নেতৃবৃন্দ।