জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের সাবেক সংসদ সদস্য ও সুপ্রিম কোর্টের আইনজীবী ফজিলাতুন্নেছা বাপ্পি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন।
শ্বাসকষ্ট, নিউমোনিয়া ও ঠান্ডাজনিত অসুস্থতার কারণে আজ রোববার (২৯ ডিসেম্বর) তাকে হাসপাতালে ভর্তি করা হয়। তিনি এখন বিএসএমএমইউ আইসিইউর ২০ নম্বর বেডে চিকিৎসাধীন।
এ বিষয়ে আইসিইউ’র চেয়ারম্যান অধ্যাপক ড. এ কে এম আক্তারুজ্জামান গণমাধ্যমকে বলেন, ‘শ্বাসকষ্ট নিয়ে উনি হাসপাতালে ভর্তি হন। শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় তাকে আইসিইউতে আনা হয়েছে। গত রাতে তাকে ভেন্টিলেশনে দেয়া হয়েছে। তিনি কৃত্রিম শ্বাস-প্রশ্বাসে আছেন। সবাই যেন তার জন্য আল্লাহর কাছে দোয়া করেন।’
ফজিলাতুন্নেছা বাপ্পিকে এখনই শঙ্কামুক্ত বলা যাচ্ছে না বলেও জানান চিকিৎসক আক্তারুজ্জামান।
যুবলীগ নেতা বাপ্পি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের একজন প্রসিকিউটর হিসেবে কর্মরত ছিলেন। এছাড়াও তিনি জাতীয় মহিলা সংস্থার পরিচালনা পরিষদের সদস্য। পরপর দুইবার সংরক্ষিত আসনের মহিলা এমপি ছিলেন তিনি। তার শ্বশুরবাড়ি নড়াইলে। বাবার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া।