একাদশ জাতীয় সংসদের ষষ্ঠ অধিবেশন শুরু হয়েছে। খ্রিষ্টীয় নতুন বছরের প্রথম এ অধিবেশন চলবে আগামী ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত।
স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বেআজ বৃহস্পতিবার (৯ জানুয়ারি) বিকাল ৪টায় সংসদের বৈঠক শুরু হয়।
অধিবেশনের শুরুতে স্পিকার শিরীন শারমিন চৌধুরী সবাইকে নতুন বছরের শুভেচ্ছা জানান। একই সঙ্গে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর শুভেচ্ছা জানান।
বছরের প্রথম অধিবেশনে সংবিধানের নিয়ম অনুযায়ী সংসদে ভাষণ দেবেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।
অধিবেশন শুরুর পর স্পিকার শিরীন শারমিন চৌধুরী চলতি অধিবেশনের সভাপতিমণ্ডলী মনোনয়ন দেন। স্পিকার বা ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে সভাপতিমণ্ডলীর সদস্যদের মধ্যে অগ্রবর্তীজন সংসদ পরিচালনা করবেন।
সংসদের চলমান অধিবেশনে সভাপতিমণ্ডলীর সদস্যরা হলেন আলী আশরাফ, শহীদুজ্জমান সরকার, কাজী কেরামত আলী, কাজী ফিরোজ রশীদ ও সৈয়দা জাকিয়া নূর।
সংসদ চলবে ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত
সংসদের শুরু হওয়া অধিবেশন আগামী ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত চালানোর সিদ্ধান্ত নিয়েছে সংসদের কার্য-উপদেষ্টা কমিটি। অধিবেশন শুরুর আগের স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে কমিটির এই সিদ্ধান্ত নেয়।
সংসদ সচিবালয়ে থেকে জানানো হয়, প্রতিদিন বিকাল ৪টা থেকে সংসদের বৈঠক বসবে। বৈঠকে প্রয়োজনে অধিবেশনের সময়সীমা স্পিকার বাড়াতে বা কমাতে পারবেন বলে সিদ্ধান্ত নেওয়া হয়। সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৈঠকে অংশ নেন।