মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখছিলেন প্রধান বিচারপতি

সুপ্রিম কোর্টে দুই সপ্তাহব্যাপী বইমেলা শুরু

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির উদ্যোগে আইনজীবী সমিতি ভবন প্রাঙ্গনে দুই সপ্তাহব্যাপী বইমেলা শুরু হয়েছে। প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন রোববার (১২ জানুয়ারি) বিকেলে এই মেলার উদ্বোধন করেন।

বইমেলার এই উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান বিচারপতির পাশপাশি সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট এ এ এম আমিন উদ্দিন ও সম্পাদক এ এম মাহবুব উদ্দিন খোকন বক্তব্য রাখেন। এরপর মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন প্রধান বিচারপতি।

এবারের মেলায় ৫২টি বইয়ের স্টল রয়েছে। যেখানে দেশি-বিদেশি আইনের বই এবং সাহিত্য, জীবনীসহ বিভিন্ন ধরনের বই পাওয়া যাবে।

ছুটির দিন বাদে প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত টানা দুই সপ্তাহ এ মেলা চলবে বলে জানান সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সুপারিনটেনডেন্ট নিমেশ চন্দ্র দাস।