ময়মনসিংহে চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট (সিজেএম) আদালতে মাতৃদুগ্ধ পান (ব্রেস্ট ফিডিং) কর্নারের উদ্বোধন করা হয়েছে।
আজ মঙ্গলবার (২৮ জানুয়ারি) সকালে চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ও লিগ্যাল এইডের উদ্যোগে মাতৃদুগ্ধ পান কর্নার উদ্বোধন করেন জেলা ও দায়রা জজ মো. হেলাল উদ্দিন।
এসময় চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. রেজাউল করিম, লিগ্যাল এইড অফিসার রওশন আরা রহমান, অ্যাডভোকেট নজরুল ইসলাম চুন্নু, শিব্বির আহমেদ লিটনসহ আইনজীবী ও প্রশাসনিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জেলা ও দায়রা জজ মো. হেলাল উদ্দিন জানান, লিগ্যাড এইড অফিসে প্রচুর পরিমাণ নারীরা আসেন। তাদের মধ্যে অনেকের শিশুদের নিয়ে বসা ও ব্রেস্ট ফিডিংয়ের প্রয়োজন পড়ে। কিন্তু নির্ধারিত কর্ণার না থাকার কারণে শিশুদের মায়েরা সময় মতো দুধ পান করাতে পারেন না। এতে করে শিশুর স্বাস্থ্যের ক্ষতি হয়। তাই এখন এই কর্নার স্থাপনের ফলে আগত মায়েদের কাছ থেকে তাদের শিশুরা মাতৃদুগ্ধ পান থেকে বঞ্চিত হবে না।