বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ও সহকারী অ্যাটর্নি জেনারেল সঞ্চিতা সাহা আজ ১১ মে সোমবার সকাল ১০ টায় হৃদরোগে আক্রান্ত হয়ে জাতীয় হৃদরোগ ইন্সটিটিউটে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
মৃত্যুর সংবাদটি নিশ্চিত করে ডেপুটি অ্যাটর্নি জেনারেল একেএম আমিন উদ্দিন ল’ইয়ার্স ক্লাব বাংলাদেশ ডট কমকে জানান, ‘সঞ্চিতা সাহা বাংলাদেশ সুপ্রিম কোর্টের একজন নিয়মিত আইনজীবী ছিলেন। তিনি গতবছরের ৭ জুলাই বাংলাদেশের সহকারী অ্যাটর্নি জেনারেল হিসেবে যোগদান করেছিলেন। আমরা একজন একনিষ্ঠ সহকর্মীকে হারালাম। আমরা তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি।’
সঞ্চিতা সাহার গ্রামের বাড়ি নোয়াখালী জেলার সোনাইমুড়ী থানাধীন বারোগাঁ গ্রামে। পরে তিনি চট্টগ্রামে স্থায়ীভাবে বসবাস করতেন ।