সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির বিজ্ঞ সদস্যরা এখন থেকে সুপ্রিম কোর্ট প্রাঙ্গনে স্থাপিত বুথে বিনামুল্যে করানো টেস্ট করাতে পারবেন।
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি এ এম আমিন উদ্দিন ল’ইয়ার্স ক্লাব বাংলাদেশ ডট কমকে জানান, ‘সুপ্রিম কোর্ট প্রশাসনের সাথে আলোচনার প্রেক্ষিতে এখন থেকে প্রতিদিন ৭ জন আইনজীবী সম্পাদকের সনদ দেখিয়ে সুপ্রিম কোর্টের বুথে করোনা পরিক্ষা করাতে পারবেন।’
রবিবার থেকে বৃহস্পতিবার সকাল ১০ টা থেকে দুপুর ১২:৩০ পর্যন্ত প্রতিদিন ৭ জন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সদস্য এ সুযোগ পাবেন। কোন সদস্যের করোনা উপসর্গ দেখা দিলে ডাক্তারের ব্যবস্থাপত্রের আলোকে সমিতির সম্পাদকের প্রত্যয়ন সাপেক্ষে এ টেস্ট করানো যাবে।
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেন, টেস্টের পূর্বে সমিতি অফিস থেকে অনুমোদন পত্র গ্রহণ করতে হবে। সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির পক্ষ থেকে মাননীয় প্রধান বিচারপতির প্রতি অশেষ কৃতজ্ঞতা আইনজীবীদেরকে এ সুযোগ দেওয়ার জন্য।