সারাদেশের আইনজীবীদের ও বিভিন্ন প্রতিষ্ঠানের উচ্চ ও নিম্ন আদালতের মামলা এবং চেম্বার ব্যবস্থাপনা অত্যন্ত সহজ ও চমৎকারভাবে পরিচালনার জন্য ছিদ্দিক এন্টারপ্রাইজের ল’ চেম্বার ম্যানেজমেন্ট সিস্টেম (এলসিএমএস) সফটওয়্যারের দাম কমেছে।
সুপ্রিম কোর্ট অনুমোদিত মামলার রেফারেন্স/ডিসিশন ও আইন সংক্রান্ত অন্যান্য বিষয়াদি অন্তর্ভুক্ত করে আইনজীবীসহ সংশ্লিষ্ট সকলের সুবিধার্থে পরিচালিত সফটয়্যারটি আগামী ৩০ জুন পর্যন্ত পাওয়া যাবে অর্ধেক দামে।
দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনা করে আইনজীবীদের হাতে প্রয়োজনীয় এই সফটওয়্যারটি পৌঁছে দিতে মূল্য কমানো হয়েছে জানিয়ে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক মোঃ ছিদ্দিক উল্যাহ ল’ইয়ার্স ক্লাব বাংলাদেশ ডটকমকে বলেন, নিয়মিত আদালত চালু না থাকায় বেশিরভাগ আইনজীবী এখন অবসর সময় কাটাচ্ছেন। ফলে এ সময়ে আমাদের সফটওয়্যারটি ব্যবহার করে সুপ্রিম কোর্টের প্রতিষ্ঠালগ্ন থেকে এখন পর্যন্ত মামলার রেফারেন্স/ডিসিশন ও আইন সংক্রান্ত অন্যান্য বিষয়াদি জেনে নিতে পারেন খুব সহজে। যা পরবর্তীতে মামলা পরিচালনায় আইনজীবীদের জন্য সহায়ক হবে।
সুপ্রিম কোর্ট অনুমোদিত এবং সুপ্রিম কোর্ট নিজেও সফটওয়্যারটি ব্যবহার করছে জানিয়ে তিনি বলেন, সুপ্রিম কোর্টের আপীল ও হাইকোর্ট বিভাগের বিচারপতিগণ এবং রেজিস্ট্রি অফিসে কর্মরত বিচারবিভাগীয় কর্মকর্তাগণ ল’ চেম্বার ম্যানেজমেন্ট সিস্টেম (এলসিএমএস) সফটওয়্যারটি ব্যবহার করছেন।
ল’ চেম্বার ম্যানেজমেন্ট সিস্টেম (এলসিএমএস) সফটওয়্যারের সুবিধাসমূহ
- কোন মামলার গুরুত্বপূর্ণ তারিখ মিসের ভয় থাকবে না।
- থাকছে ক্লায়েন্ট ও মামলার বিস্তারিত তথ্য।
- দেখা যাবে মামলার ডায়েরী/ রেজিস্টার এবং মামলার বিস্তারিত ইতিহাস।
- থাকছে যে কোন স্থানে যে কোন মুহুর্তে মামলার বিস্তারিত তথ্য দেখা ও আপডেট করার সুযোগ।
- ক্যালেন্ডারিং এর মাধ্যমে মামলার তারিখের গুরুত্ব অনুযায়ী বিভিন্ন কালারিং এ স্বয়ংক্রিয়ভাবে বিশেষ মার্ক করা।
- থাকছে বিশেষ বিশেষ মামলার কয়েক হাজার জাজমেন্ট ও লক্ষাধিক রেফারেন্স।
- এসএমএস অথবা ই-মেইলে স্বয়ংক্রিয়ভাবে পাওয়া যাবে গুরুত্বপূর্ণ ও নিকটবর্তী মামলার তারিখসহ অন্যান্য বিষয়ের মোবাইল নোটিফিকেশন।
- থাকবে সিনিয়র ও বিজ্ঞ আইনজীবীগণের প্রস্তুতকৃত ও পরিচালিত বিশেষ বিশেষ মামলার পিটিশনের কপি (উচ্চ ও নিম্ন আদালতের) যা আপনার মামলা প্রস্তুতের ক্ষেত্রে বিশেষ সহায়ক হতে পারে।
- স্বয়ংক্রিয়ভাবে আপনার মামলার পিটিশন থেকে নতুন করে টাইপ করে অথবা না করে প্রিন্ট দেয়া যাবে মামলার মেনশান স্লিপ, নোটিশ পেইজ, ইনডেক্স পেইজ, এনেক্সার নাম্বার ও প্যারাগ্রাফ নম্বর সহ এনেক্সার পেইজ, বেক শীট, ওকালতনামা, ল’ইয়ার সার্টিফিকেট, নো অবজেকশান সার্টিফিকেট ও নিম্ন আদালত সমূহের হাজিরা ইত্যাদি।
- বিভিন্ন ক্রাইটেরিয়ায় পুরাতন মামলা সার্চ করে বের করা ও রিপোর্ট প্রিন্ট করার সুবিধা।
- দৈনিক, সাপ্তাহিক, মাসিক ও বার্ষিক বিভিন্ন রিপোর্ট প্রস্তুতের সুবিধা।
- প্রয়োজনে মামলা সম্পর্কে যে কোন মেসেজ এসএমএস এর মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে ক্লায়েন্টদেরকে জানানো যাবে।
- রয়েছে চেম্বারের জন্য লাইব্রেরী ম্যানেজমেন্ট সিস্টেম।
- আরও থাকবে বিল প্রস্তুতকরন, মামলাওয়ারী আয়-ব্যয়, ব্যাংকিং লেনদেন, দৈনিক খরচের হিসাব নিকাশ ইত্যাদি সম্বলিত একাউন্টিং সিস্টেম।
- এসোসিয়েটস্ ও এমপ্লয়ীদের তথ্য, দৈনন্দিন প্রয়োজনীয় বিভিন্ন ফরম ও টাস্ক ম্যানেজমেন্ট।
- রয়েছে নিজ এবং এসোসিয়েটসদের মধ্যে করণীয় কাজ বন্টন ও পর্যবেক্ষনের সিস্টেম।
- থাকছে মিটিং/ এ্যাপয়েন্টমেন্ট সেটআপ ও অটো রিমাইন্ডার সিস্টেম।
- একই সিস্টেমে থাকছে সকল আদালতের (উচ্চ ও নিম্ন আদালতসমূহের) দৈনন্দিন কাজের সুযোগ সুবিধা।
- যে সমস্ত সরকারী-বেসরকারী প্রতিষ্ঠান নিজেদের মামলা গুলো আরো সহজতর ভাবে রক্ষনাবেক্ষণ করতে চান এই ব্যবস্থাপনা তাদের জন্য অত্যন্ত কার্যকরী।
- এর মাধ্যমে একদিকে যেমন শ্রম ও সময় বাঁচবে অন্যদিকে মামলার নিরাপত্তা নিশ্চিত হবে।
- সফট্ওয়্যারটির ব্যবহার পদ্ধতি অত্যন্ত সহজ এবং সঙ্গে থাকছে চমৎকার হেল্প গাইড।
- ব্যবহারকারীদের পরামর্শক্রমে এবং প্রয়োজনের তাগিদে সিস্টেম পরিবর্তন ও আপডেট করার সুবিধা অব্যাহত থাকবে।
- ওয়েবসাইটের বার্ষিক ডোমেইন ও হোষ্টিং এর কোন ঝামেলা থাকবেনা ।
সফট্ওয়্যারটি যাচাই ও এসএমএস সুবিধাসহ ফ্রী সংস্করণ ব্যবহারের জন্য লগইন করুনঃ- www.lcmsbd.com, www.lcmsbd.net, www.bdlawreference.com এই ঠিকানায়। আর সফট্ওয়্যারটি কিনতে যোগাযোগ করুন- ০১৭৮৮৫০৩৭৮৮ এবং ০১৬৭০২৯০৯৪৫ নম্বরে কিংবা ০১৭৭১৩৩৫৫৭৭ (দিনরাত ২৪ ঘণ্টা পাওয়া যাবে)। অথবা ভিজিট করুন- https://lcmsbd.com। সফট্ওয়্যার ব্যবস্থাপনার দায়িত্বে আছে আইনজীবীদের দীর্ঘদিনের আস্থার প্রতীক ‘‘ছিদ্দিক এন্টারপ্রাইজ লিমিটেড’’।
প্রসঙ্গত, ছিদ্দিক এন্টারপ্রাইজ প্রায় দীর্ঘ ১৫ বছর ধরে আইনাঙ্গনে অধুনিকায়নের মাধ্যমে বিভিন্ন সেবা দিয়ে আসছে। তারই ধারাবাহিকতায় দীর্ঘদিনের প্রচেষ্টায় সারাদেশের আইনজীবীদের উচ্চ ও নিম্ন আদালতের মামলা এবং চেম্বার ব্যবস্থাপনা অত্যন্ত সহজ ও চমৎকারভাবে পরিচালনার জন্য ‘Law Chamber Management System’ নামক অত্যাধুনিক সফটওয়্যারটি তৈরি করা হয়।