যথাযথ স্বাস্থ্য বিধি মেনে আগামী সপ্তাহ থেকে সীমিত আকারে আদালতের নিয়মিত বিচারিক কার্যক্রম শুরু হচ্ছে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক।
আজ বুধবার (৮ জুলাই) প্রয়োজনের তাগিদে সীমিত পরিসরে ভার্চ্যুয়াল আদালত পরিচালনা করা যাবে এমন বিধান রেখে আদালত কর্তৃক তথ্য-প্রযুক্তি ব্যবহার বিল, ২০২০ সংসদে পাস করার সময় তিনি এ কথা বলেন।
সংসদে আইনমন্ত্রী বলেন, ‘মাননীয় প্রধান বিচারপতির সঙ্গে আলোচনা হয়েছে। নির্দেশিত স্বাস্থ্য বিধি মেনে, শারীরিক ও সামাজিক দূরত্ব বজায় রেখে আগামী সপ্তাহ থেকে সীমিত আকারে আদালতের স্বাভাবিক কার্যক্রম শুরু হবে।’
আনিসুল হক বলেন, ‘এখন আমরা করোনাভাইরাস পরিস্থিতি মোকাবিলা করা শিখেছি। সামাজিক দূরত্ব রক্ষা করছি। মাস্ক পরছি। সেজন্য প্রয়োজন অনুসারে, যেখানে খুব দরকার, সেখানে নরমাল কোর্ট চালাতে পারি। প্রধান বিচারপতি বলেছেন, তিনি করোনাভাইরাস পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। প্রয়োজন হলে তিনি এ বিষয়ে ব্যবস্থা নেবেন।’