দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট থেকে দুর্নীতি, অনিয়ম ও নানা অসঙ্গতি নির্মূলে অভিযোগ বক্স স্থাপন করেছে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনে সম্পাদকের অফিস কক্ষের সামনে রোববার (৯ আগস্ট) বিকালে এ বক্স স্থাপন করা হয়।
এ বিষয়ে সম্পাদক ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল জানান, শনিবার (৮ আগস্ট) প্রধান বিচারপতি ও আপিল বিভাগের বিচরপতিদের সঙ্গে সুপ্রিম কোর্ট বার নেতাদের ভার্চুয়াল মিটিং হয়েছে। সেখানে দুর্নীতি ও অনিয়মের বিষয়ে বলা হলে প্রধান বিচারপতি বলেছেন সুনির্দিষ্টভাবে অভিযোগ জানাতে। তাই বৈঠকের পরদিন এ বক্স স্থাপন করা হয়েছে। অভিযোগ পাওয়ার পর প্রধান বিচারপতি বরাবর পাঠানো হবে।
এদিকে ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল ফেসবুকে ‘আইনজীবী ও বিচারপ্রার্থী জনগণের প্রতি আহ্বান’ শিরোনামে স্ট্যাটাসে বলেন, ‘সুপ্রিম কোর্টের যে কোনো পর্যায়ে ঘুষ-দুর্নীতি-অনিয়মের সুনির্দিষ্ট তথ্য-উপাত্ত, অডিও-ভিডিও রেকর্ডিং এবং বিকাশ/নগদ/রকেটসহ অন্য কোনো মাধ্যমে অবৈধ আর্থিক লেনদেন সম্পর্কিত তথ্য সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনে সম্পাদকের অফিস কক্ষের সামনে স্থাপিত অভিযোগ বক্সে জমা দিন।’