ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য, বাংলাদেশ বার কাউন্সিল ট্রাইব্যুনালের সাবেক চেয়ারম্যান ও মুক্তিযুদ্ধের সংগঠক অ্যাডভোকেট আনিসুর রহমান খান আর নেই। বুধবার (১২ আগস্ট) বিকেল ৫টার দিকে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান তিনি। তাঁর বয়স হয়েছিল ৮৬ বছর।
আজ বৃহস্পতিবার (১৩ আগস্ট) বেলা সাড়ে ১১টায় আনিসুর রহমান খানের প্রথম জানাজা তার দীর্ঘদিনের কর্মস্থল জেলা বার কাউন্সিল প্রাঙ্গণে অনুষ্ঠিত হওয়ার পর জেলা নাগরিক আন্দোলন কার্যালয়ে শ্রদ্ধা জানানোর জন্য মরদেহ নেয়া হবে।
পরে দুপুর সোয়া ১টায় নগরের আঞ্জুমান ঈদগাহ মাঠে নিয়ে যাওয়া হবে মরদেহ এবং বাদ জোহর জানাজা শেষে গুলকিবাড়ী কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হবে।
অ্যাডভোকেট আনিসুর রহমানের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।
এছাড়া জেলা আইনজীবী সমিতি, ময়মনসিংহ নাগরিক আন্দোলন, ময়মনসিংহ প্রেসক্লাব, জেলা ও মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দ তার বিদেহী আত্মার শান্তি কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন।