ব্যারিস্টার আসিফ ইমতিয়াজ খান (জিসাদ)- এর মৃত্যু রহস্য উন্মোচনের দাবি জানিয়েছে সর্বোচ্চ আদালতের আইনজীবীদের সংগঠন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি।
আজ বুধবার (১৬ সেপ্টেম্বর) সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি জ্যেষ্ঠ আইনজীবী এ.এম. আমিন উদ্দিন ও সম্পাদক ব্যারিস্টার রুহুল কুদ্দুস (কাজল) এক বিবৃতিতে সমিতির সদস্য ব্যারিস্টার আসিফ ইমতিয়াজ খানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন।
এ সময় সুপ্রিম কোর্টের এই তরুণ আইনজীবীর মৃত্যু রহস্য উন্মোচনের দাবিও জানানো হয় সমিতির পক্ষ থেকে।
বিবৃতিতে উল্লেখ করা হয়, গত ১১ সেপ্টেম্বর ভোর রাতে ঢাকার কলাবাগানে তাঁর শ্বশুর বাড়ির ৯তলা থেকে পড়ে মৃত্যুবরণ করেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার আসিফ ইমতিয়াজ। তাঁর বাবা সাবেক সংসদ সদস্য মোঃ শহীদুল ইসলাম খানও সুপ্রিম কোর্টের আইনজীবী। প্রাথমিকভাবে তাঁর মৃত্যুটি আত্মহত্যা মনে হলেও পূর্বাপর ঘটনার পারিপার্শ্বিকতায় এই মৃত্যু নিয়ে নানামুখী রহস্য সৃষ্টি হয়েছে।
এমতাবস্থায় সুষ্ঠু তদন্তের মাধ্যমে আইনজীবী আফিস ইমতিয়াজের মৃত্যু নিয়ে সৃষ্ট রহস্য অবিলম্বে নিরসন হওয়া জরুরী বলে মনে করে সুপ্রিম কোর্ট বার। এজন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কার্যকরী ভূমিকা রাখার আহ্বান জানান সমিতির নেতৃবৃন্দ।