ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ব্যাটারিচালিত রিকশা উচ্ছেদ অভিযানে রুটি-রুজির শেষ অবলম্বন রিকশা হারানো সেই রিকশা চালককে নতুন রিকশা উপহার দিলেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার আহসান হাবীব ভূঁইয়া। আগামীকাল (বৃহস্পতিবার) নতুন রিকশা পাবেন রিকশা চালক ফজলুর রহমান।
সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে ব্যারিস্টার আহসানের আইডিতে দেয়া স্ট্যাটাস থেকে এ তথ্য জানা গেছে। গতকাল মঙ্গলবার (৬ অক্টোবর) রিকশা চালক ফজলুর রহমানের জন্য নতুন রিকশা অর্ডার করেন ওই আইনজীবী।
ফেসবুক স্ট্যাটাসে ব্যারিস্টার আহসান লিখেন, ‘আমরা চাইলেই বদলে দিতে পারি। নতুন রিকিশা অর্ডার দিয়ে বাসায় যাচ্ছি। পরশু ডেলিভারি।’
এর আগে, গত সোমবার রাজধানীর জিগাতলায় ডিএনসিসির অভিযানে রিকশা হারান হাজারীবাগের বাসিন্দা ফজলুর। সংকটকালে রুটি-রুজির শেষ সম্বল হারিয়ে হাউমাউ করে কাঁদতে থাকেন তিনি। অসহায় ফজলুরের কান্না নাড়িয়ে দিয়েছে অনেকের বিবেক। মুহুর্তে ঘটনাটি গণমাধ্যমসহ সামাজিক যোগাযোগের মাধ্যমে ভাইরাল হয়ে যায়।
কেঁদে কেঁদে ফজলুর জানান, করোনা ভাইরাস মহামারীর মধ্যে দোকানের কাজ হারিয়ে ১৫ দিন আগে ৮০ হাজার টাকা ধার-দেনা করে রিকশাটি কিনেছিলেন তিনি।