ইউরিন ইনফেকশনসহ বার্ধক্যজনিত নানা জটিলতায় অসুস্থ হয়ে সুপ্রিম কোর্টের প্রবীণ আইনজীবী ব্যারিস্টার রফিক-উল হক হাসপাতালে ভর্তি হয়েছেন।
জানা গেছে, ৮৫ বছর বয়সী ব্যারিস্টার রফিক-উল হককে গত বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাজধানীর আদ-দ্বীন হাসপাতালে ভর্তি করা হয়। তবে এখন ব্যারিস্টার রফিকের অবস্থা কিছুটা উন্নতির দিকে বলে আইনজীবীরা জানিয়েছেন।
হাসপাতালের ভিআইপি কেবিনে নিবিড় পর্যবক্ষণে রেখে তার চিকিৎসা দেওয়া হচ্ছে। হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক ডা. রিচমন্ড রোল্যান্ড গোমেজের তত্ত্বাবধানে তাঁর চিকিৎসা চলছে।
রফিক-উল হকের আইনজীবী হিসেবে কর্মজীবনের শুরু ১৯৬০ সালে কলকাতা উচ্চ আদালতে। ১৯৯০ সালে বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল করা হয়েছিল ব্যারিস্টার রফিককে।
সেনা নিয়ন্ত্রিত তত্ত্বাবধায়ক সরকার আমলে আইনজীবী হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন ব্যারিস্টার রফিক-উল হক। ওই সময় তিনি বর্তমান প্রধানমন্ত্রী আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা এবং বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ অনেক রাজনীতিবিদের পক্ষে সুপ্রিম কোর্টে আইনি লড়াই করেন।
রফিক-উল হকের দ্রুত সুস্থতা কামনা করে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তার পরিবারের সদস্যরা।