দেনমোহর ও খোরপোষের দাবিতে পারিবারিক আদালতে মোকদ্দমা দায়েরের সাত কার্য দিবসের মধ্যেই নিজের পক্ষে ডিক্রি পেয়েছেন কুড়িগ্রাম জেলার ভুরুঙ্গামারী উপজেলার পাথরডুবি গ্রামের মোছাঃ নার্গিস খাতুন।
ভুরুঙ্গামারী উপজেলার পারিবারিক আদালতের বিচারক রবিউল ইসলাম গত সোমবার (১২ অক্টোবর) প্রকাশ্য আদালতে দোতরফা সূত্রে উক্ত রায় প্রকাশ করেন।
আদালতের বেঞ্চ সহকারী আলী হাসান বাপ্পী ল’ইয়ার্স ক্লাব ডটকমকে বলেন, এ বছর দেশের চলমান কোভিড-১৯ পরিস্থিতির কারণে আদালতের স্বাভাবিক কার্যক্রম প্রায় পাঁচ মাস বন্ধ ছিল। ফলে জানুয়ারি মাসের মাঝামাঝিতে দাখিল হলেও মূলত মোকদ্দমাটি দায়েরের চারমাসের মধ্যেই রায়ের মুখ দেখলো।
আদালতের মাত্র ৭ কার্য দিবসে রায় পাওয়ার কথা কল্পনাতেও ছিলনা জানিয়ে বাদীনি প্রকাশ্য আদালতে তার উচ্ছাস প্রকাশ করেন বলেও জানান আলী হাসান বাপ্পী।
আদালতে প্রতিকার পেতে দীর্ঘ সময় অপেক্ষার গল্পের পাশাপাশি স্বল্প সময়ে নিষ্পত্তি হওয়া মোকদ্দমার সংখ্যাও নেহায়েত কম নয়। আমাদের আদালতে পারিবারিক মোকদ্দমার বেশিরভাগই খুব স্বল্পতম সময়ে নিষ্পত্তি হচ্ছে বলে জানান বেঞ্চ সহকারী বাপ্পী।