গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন বাংলাদেশের নবনিযুক্ত অ্যাটর্নি জেনারেল ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি এ এম আমিন উদ্দিনসহ শতাধিক আইনজীবী।
অ্যাটর্নি জেনারেলের নেতৃত্বে শনিবার (২১ নভেম্বর) দুপুরে জাতির জনকের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করা হয়। এ সময় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ১৫ আগস্ট নিহত বঙ্গবন্ধুর পরিবারের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
অ্যাটর্নি জেনারেল হিসেবে এএম আমিন উদ্দিন প্রথমে ডেপুটি অ্যাটর্নি জেনারেল ও সহকারী অ্যাটর্নি জেনারেলদের নিয়ে শ্রদ্ধা জানান। পরে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি হিসেবে সমিতির নেতৃবৃন্দদের নিয়ে আবার শ্রদ্ধা নিবেদন করেন।
এরপর অ্যাটর্নি জেনারেল জাতির জনকের সমাধি পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন। শ্রদ্ধা নিবেদন ও পরিদর্শন বইয়ে স্বাক্ষর করার সময় তার সহধর্মিণী মিসেস আফসারী আমিন শিবলীও উপস্থিত ছিলেন।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক, শেখ সাইফুজ্জামান জামান, মো. সারোয়ার হোসেন বাপ্পি, ওয়ায়েস আল হারুনী, মো. মনিরুল ইসলাম, মো. মাইনুল ইসলাম, বি এম রাফেল, সহকারী অ্যাটর্নি জেনারেল মো. মাহফুজুর রহমান লিখন, আনিসুর রহমান, শাহনেওয়াজ, আবদুল মান্নান মান্না, শাহীন মৃধা, সাইফুল আলম, মো. সাফায়েত হোসেন জামিল, ফেরদৌসী আক্তার (কল্পনা), কোহিনূর বেগম লাকী, তামান্না ফেরদৌস, আনিসুল মাওলা আরজু, রওশান আরা মনি, সাবিনা পারভীন প্রমুখ।
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি নেতাদের মধ্যে সমিতির সাবেক সম্পাদক ড. বশির আহমেদ ও ড. মোমতাজ উদ্দিন আহমেদ মেহেদী উপস্থিত ছিলেন।
নেতাদের মধ্যে আরও উপস্থিত ছিলেন আবদুল নুর দুলাল, শাহ মঞ্জুরুল হক, মো. মোতাহার হোসেন সাজু, আবদুল আলীম মিয়া জুয়েল, শেখ মোহাম্মদ মোর্শেদ, ব্যারিস্টার এজেএম রবিউল হাসান সুমন, ব্যারিস্টার শফিকুল ইসলাম, মো. আবদুর রাজ্জাক, কাজী সামসুল হাসান শুভ, ব্যারিস্টার ইমতিয়াজ ফারুক, মুন্সি মনিরুজ্জামান, শামীম সরদার, মো. মশিউর রহমান, হুমায়ুন কবির, চঞ্চল বিশ্বাস, রানী মুখার্জি প্রমুখ।
এ সময় গোপালগঞ্জ জেলা আইনজীবী সমিতির নেতারাও উপস্থিত ছিলেন।