বাংলাদেশ বার কাউন্সিল
বাংলাদেশ বার কাউন্সিল

বার কাউন্সিলের লিখিত পরীক্ষায় যেসব ডকুমেন্ট আবশ্যক

গত ১৯ ডিসেম্বর স্থগিত হওয়া বার কাউন্সিলের পাঁচ কেন্দ্রের লিখিত পরীক্ষা আগামী ২৭ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে।

এ পরীক্ষায় অংশ গ্রহণের জন্য আগামী ১৫ ফেব্রুয়ারির মধ্যে কিছু ডকুমেন্ট জমা দিতে বলা হয়েছে। বার কাউন্সিলের পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তর বিষয়টি নিশ্চিত করেছে।

যে সব ডকুমেন্ট জমা দিতে হবে

(১) চার কপি সত্যায়িত ছবি। ছবির পিছনে পরীক্ষার্থীর নাম ও রোল নম্বর লিখতে হবে।

(২) একটি সাদা কাগজে পরীক্ষার্থীর নাম, পিতার নাম ও পরীক্ষার নাম লিখতে হবে।

(৩) অ্যাডমিট কার্ডের ফটোকপি

এ সব ডকুমেন্ট পিনআপ করে বার কাউন্সিলের পরীক্ষাগস্থ অফিস (ইউনিট হাইটস, লেভেল-৪, ১১৭ কাজী নজরুল ইসলাম এভিনিউ, ঢাকা) অফিস চলাকালীন সময় জমা দিতে হবে। একজন প্রার্থী একাধিক প্রার্থীর ডকুমেন্ট জমা দিতে পারবেন।

পরীক্ষা সংক্রান্ত যাবতীয় তথ্য বার কাউন্সিলের অফিসিয়াল ওয়েব সাইট (www.barcouncil.gov.bd) থেকে বিস্তারিত জানা যাবে।