ফেনীতে যৌতুকের মামলায় এক আসামীর দুই বছরের কারাদণ্ড এবং ২০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন আদালত।
ফেনীর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ২য় আদালত এর দায়িত্বপ্রাপ্ত সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. জাকির হোসাইন আজ ১১ ফেব্রুয়ারি এই রায় দেন।
মামলার আসামী ফেনী সদর থানাধীন উত্তর ফরহাদ নগর (খাইয়ারা নতুন বাড়ী) এলাকার বাসিন্দা মুলকুতের রহমান এর ছেলে ইকবাল হোসেন।
মামলা নথিসূত্রে জানা যায়, আসামীদের বাড়ীতে আসামী ইকবাল হোসেন অভিযোগকারীর নিকট ৫ লাখ টাকা যৌতুক দাবীতে নির্যাতন করে তার পিতার বাড়ীতে পাঠিয়ে দেয়। পরবর্তীতে অভিযোগকারীর পিত্রালয়ে অনুষ্ঠিত সালিশে আসামী পুনরায় ৫ লাখ টাকা যৌতুক দাবী করে অভিযোগকারীকে তালাক প্রদানের হুমকি দেয়। আসামীর বিরুদ্ধে অপরাধ সরাসরি আমলে নেওয়া হয়।
অভিযোগকারীপক্ষে মামলা পরিচালনা করেন এডভোকেট নুর হোসেন।