নীলফামারীতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের যুগ্ম সচিব পরিচয় দিয়ে প্রতারণার অভিযোগে সিরাজ (৪৫) নামের এক প্রতারককে গ্রেফতার করেছে পুলিশ।
সিরাজ রংপুর জেলার কাউনিয়া উপজেলার মীরবাগ মহেশা গ্রামের মৃত তাহের উদ্দিনের ছেলে।
অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) এ.এস.এম মুক্তারুজ্জামান এ তথ্য নিশ্চিত করেন।
গত মঙ্গলবার সন্ধ্যা ৬টায় সদর উপজেলার সংগলশী ইউনিয়নের বোচাপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, প্রধানমন্ত্রীর কার্যালয়ের গোলাম মোস্তাফিজুর রহমান নামে একজন যুগ্ম সচিবের পরিচয় দিয়ে বিভিন্ন জনের কাছে চাকুরি দেওয়ার নামে অর্থ হাতিয়ে প্রতারণা করে আসছিল সিরাজ।
পুলিশ জানায়, সম্প্রতি ওই প্রতারক তার পাঠানো সিভি অনুযায়ী এক ব্যক্তিকে চাকরি দেওয়ার জন্য উত্তরা ইপিজেডের দেশবন্ধু শিল্প কারখানায় মোবাইল ফোনে চাপ দিতে থাকে। এতে সন্দেহ হলে কারখান কর্তৃপক্ষ বিষয়টি অনুসন্ধান করে ওই প্রতারককে চিহ্নিত করে এবং মঙ্গলবার (৬ এপ্রিল) দুপুরে নীলফামারী থানায় একটি মামলা দায়ের করে। ওই মামলায় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) এ.এস.এম মুক্তারুজ্জামানের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে ওই প্রতারককে গ্রেফতার করে।
পুলিশ সুপার মোহাম্মদ মোখলেছুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, জিজ্ঞাসাবাদ চলছে। আজ বুধবার (৭ এপ্রিল) দুপুরে তাকে আদালতে সোপর্দ করা হয়। আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।