করোনার দ্বিতীয় ডোজ টিকা নিলেন প্রধান বিচারপতি

কোভিড-১৯ থেকে সুরক্ষা পেতে বাংলাদেশের প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন মহোদয় সস্ত্রীক আজ ভ্যাকসিনের দ্বিতীয় ডোজের টিকা নিয়েছেন। ৮ এপ্রিল (বৃহস্পতিবার) সকাল ১১ ঘটিকায় শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে তিনি এ টিকা গ্রহন করেন। সংবাদটি ল’ ইয়ার্স ক্লাব বাংলাদেশ ডটকমকে  নিশ্চিত করেছেন সুপ্রিম কোর্টের মুখপাত্র মোহাম্মদ সাইফুর রহমান।

এছাড়াও বাংলাদেশের সুপ্রীম কোর্টের আপীল বিভাগের ৫ জন বিচারপতি এবং হাইকোর্ট বিভাগের ৫০ জন বিচারপতি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) কনভেনশন সেন্টারের কোভিড-১৯ টিকাদান কেন্দ্রে আজ সকাল থেকে দুপুর পর্যন্ত দ্বিতীয় ডোজ টিকা গ্রহন করেন। সুপ্রীম কোর্ট এবং হাইকোর্টের বিচারপতিদের পাশাপাশি বাংলাদেশের সুপ্রীম কোর্টের উভয় বিভাগের অবসরপ্রাপ্ত মাননীয় বিচারপতিরগণও আজ দ্বিতীয় ডোজ টিকা গ্রহন করেন।

উল্লেখ্য, আজ থেকে সারা দেশে একযোগে দ্বিতীয় ডোজের ভ্যাকসিন প্রয়োগ শুরু হয়েছে। প্রথম দিনে এই ডোজ পাবেন ৩১ হাজার ১৬০ জন। একই সঙ্গে টিকার প্রথম ডোজ দেওয়ার কার্যক্রম চলবে।

করোনার টিকার দ্বিতীয় ডোজ নিতে প্রথম ডোজ নেওয়া ব্যক্তিদের এসএমএস করা হচ্ছে গতকাল থেকে। প্রথম ডোজ নেওয়া কেউ যদি এসএমএস নাও পান তিনিও টিকা নিতে পারবেন। তিনি যে তারিখে প্রথম ডোজ নিয়েছিলেন, সেই তারিখ থেকে দুই মাস পর টিকা কার্ড নিয়ে আগের কেন্দ্রে গিয়ে দ্বিতীয় ডোজ নিতে পারবেন।

স্বাস্থ্য অধিদপ্তর সূত্র জানায়, গত ৭ ফেব্রুয়ারি যারা টিকার প্রথম ডোজ নিয়েছেন, তাদের ডাকা হয়েছে আজকে। এদিন দ্বিতীয় ডোজ পাবেন ৩১ হাজার ১৬০ জন। এদিকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) কেন্দ্রে বৃহস্পতিবার আটটি বুথে টিকা দেওয়া হচ্ছে। এর মধ্যে সাতটি বুথে দ্বিতীয় ডোজের টিকা এবং একটি বুথে প্রথম ডোজের টিকা দেওয়া হচ্ছে।

গত ২৭ জানুয়ারি টিকাদান কার্যক্রম শুরুর পর থেকে বুধবার পর্যন্ত দেশে মোট টিকাগ্রহণকারীর সংখ্যা দাঁড়িয়েছে ৫৫ লাখ ৬৮ হাজার ৭০৩ জন। যারা টিকা নিয়েছেন তাদের মধ্যে পুরুষ ৩৪ লাখ ৫৩ হাজার ২৯১ ও নারী ২১ লাখ ১৫ হাজার ৪১২ জন। তাদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়ার উপসর্গ নিয়ে রিপোর্ট করেছেন মোট ৯৩৯ জন।

দেশে প্রথম করোনা সংক্রমণ ধরা পড়ে ৮ মার্চ। এর ১০ দিন পর প্রথম মৃত্যু হয়।