যথাযথ স্বাস্থ্যবিধি মেনে এবং সামাজিক দূরত্ব কঠোরভাবে অনুসরণ করে করোনা পরিস্থিতির মাঝে শারীরিক উপস্থিতিতে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল/ মানব পাচার অপরাধ দমন ট্রাইব্যুনাল/ সাইবার ট্রাইব্যুনালসমূহে মামলা দায়ের করা যাবে বলে নির্দেশনা দিয়েছে সুপ্রিম কোর্ট প্রশাসন।
২ মে (রবিবার) প্রধান বিচারপতির নির্দেশক্রমে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. আলী আকবর এ বিজ্ঞপ্তি জারি করেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘উল্লিখিত বিষয়ে নির্দেশিত হয়ে জানানো যাচ্ছে যে, করোনা ভাইরাস (কোভিড-১৯) জনিত উদ্ভূত পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি এবং শারীরিক এবং সামাজিক দূরত্ব কঠোরভাবে অনুসরণ করে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল/ মানব পাচার অপরাধ দমন ট্রাইব্যুনাল/ সাইবার ট্রাইব্যুনালসমূহে নালিশি মামলা দায়ের করা যাবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এতদবিষয়ে সংশ্লিষ্ট বিচারক শারীরিক উপস্থিতিতে অভিযোগকারীর জবানবন্দী গ্রহণ করবেন এবং এজলাস কক্ষে স্বাস্থ্যবিধি প্রতিপালনসহ সামাজিক দূরত্ব বজায় নিশ্চিতকরণে প্রয়োজনীয় পদ্ধতি নির্ধারণ করবেন।
বিজ্ঞপ্তিতে এই আদেশ অবিলম্বে কার্যকর করার পাশাপাশি পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই আদেশ বলবৎ থাকবে বলে উল্লেখ করা হয়।