যথাযথ স্বাস্থ্যবিধি মেনে এবং সামাজিক দূরত্ব কঠোরভাবে অনুসরণ করে করোনা পরিস্থিতির মাঝে অধস্তন দেওয়ানী আদালতে শারীরিক উপস্থিতিতে সাকসেশন মামলা শুনানি ও নিষ্পত্তি করা যাবে।
৩ মে (সোমবার) প্রধান বিচারপতির নির্দেশক্রমে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. আলী আকবর এ বিজ্ঞপ্তি জারি করেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘উল্লিখিত বিষয়ে নির্দেশিত হয়ে জানানো যাচ্ছে যে, করোনা ভাইরাস (কোভিড-১৯) জনিত উদ্ভূত পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি এবং শারীরিক ও সামাজিক দূরত্ব কঠোরভাবে অনুসরণ করে অধস্তন দেওয়ানী আদালতে শারীরিক উপস্থিতিতে সাকসেশন মামলা শুনানি ও নিষ্পত্তি করা যাবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সংশ্লিষ্ট বিচারক স্বাস্থ্যবিধি প্রতিপালনপূর্বক সামাজিক ও শারীরিক দূরত্ব বজায় রেখে প্রয়োজনীয় সাক্ষ্য গ্রহণপূর্বক সাকসেশন মামলাসমূহ চূড়ান্তভাবে নিষ্পত্তি করবেন।
বিজ্ঞপ্তিতে এই আদেশ অবিলম্বে কার্যকর করার পাশাপাশি পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই আদেশ বলবৎ থাকবে বলে জানা যায়।