স্বাস্থ্য মন্ত্রণালয়ের করা মামলায় বন্দি প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলাম জামিনে কারাগার থেকে বের হয়েছেন।
আদালতের আদেশের কয়েক ঘণ্টা পরেই তিনি কাশিমপুর কারাগার থেকে একটি গাড়িতে করে বের হয়ে আসেন। তবে এসময় তিনি সাংবাদিকদের সঙ্গে কোন কথা বলেন নি।
অফিশিয়াল সিক্রেটস অ্যাক্টে স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়ের করা মামলায় তিনি প্রায় এক সপ্তাহ ধরে কারাগারে আটক ছিলেন। তার বিরুদ্ধে সচিবালয় থেকে সরকারি নথি চুরির অভিযোগ আনা হয়েছে।
রোজিনা ইসলামকে গ্রেফতারের প্রতিবাদে ও তার মুক্তির দাবিতে সারা দেশেই সাংবাদিকরা আন্দোলন করছিলেন।
রোববার সকালে ঢাকা মহানগর হাকিম বাকী বিল্লা পাঁচ হাজার টাকা মুচলেকা ও পাসপোর্ট জমা দেওয়ার শর্তে রোজিনা ইসলামের জামিন মঞ্জুর করেন।
নিন্ম আদালতে জামিনের আদেশের পর পরই রোজিনা ইসলামের আত্মীয় স্বজন ও সাংবাদিকরা ফুল নিয়ে গাজীপুরের কাশিমপুর কারাগারের ফটকের বাইরে ভিড় জমাতে শুরু করে।
জামিনের কাগজপত্র পৌঁছানোর পর কারা কর্তৃপক্ষ আনুষ্ঠানিকতা শেষে রোজিনা ইসলামকে মুক্তি দেয়।
তাকে সচিবালয়ে কয়েক ঘণ্টা ধরে আটক করে রাখা ও পরে মামলা দিয়ে জেলে পাঠানোর ঘটনায় সোশাল মিডিয়াতে আলোড়ন সৃষ্টি হয়।