২৩ বছর আগে করা ধর্ষণের দায়ে লন্ডনে এক বাংলাদেশিকে কারাদণ্ড দেওয়া হয়েছে। স্নেয়ার্সব্রুক ক্রাউন আদালতের বিচারক অভিযুক্ত গুলজার হোসাইনকে ১১ বছরের কারাদণ্ড প্রধান করেন। বুধবার লন্ডনের স্থানীয় গণমাধ্যম মাইলন্ডনের প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
ব্রিটিশ সংবাদমাধ্যম জানিয়েছে, ১৯৯৭ সালের ১৭ অক্টোবর পূর্ব লন্ডনের কিং এডওয়ার্ড মেমোরিয়াল পার্কে ১৭ বছর বয়সী কিশোর গুলজার ৩২ বছরে এক নারীকে ধর্ষণ করে। এখন দণ্ডপ্রাপ্ত গুলজার হোসাইনের বয়স দাঁড়িয়েছে ৪০-এ।
এ ঘটনায় গুলজারের বন্ধু নুরকেও ২০০৭ সালে গ্রেফতার করা হয়। ২০০৮ সালে নুরকে ৯ বছরের কারাদণ্ড দেয় সাউথওয়ার্ক ক্রাউন কোর্ট। পরে ২০১৬ সালে নুর পুলিশকে গুলজারের বিষয়ে অবহিত করেন। তখন আবার ডিএনএ বিশ্লেষণ করা হয়। এরপর ২০১৭ সালে তাকে গ্রেফতারের পর অভিযুক্ত করা হয় তাকে।
এদিকে, গুলজার আদালতকে জানিয়েছেন, ধর্ষণের ঘটনায় তিনি দায়ী নন। কারণ ওই সময় তিনি বাংলাদেশে ছিলেন। যদিও গুলজারের কথা আমলে নেননি আদালত।