যেসব ভবনের মালিকরা ইতোমধ্যে ভবনের নির্মাণ কাজ শেষ করেছেন, তাদেরকে ভবনে বসবাস বা ব্যবহারের জন্য সনদপত্র গ্রহণ করতে হবে। আগামী দুই মাসের মধ্যে সনদ গ্রহণের নির্দেশ দিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। অন্যথায় রাজউক আওতাধীন এলাকায় ইমারতের মালিকানা হস্তান্তর ও নামজারির অনুমোদন পাওয়া যাবে না।
আজ বুধবার (১২ জানুয়ারি) রাজউকের পরিচালক (উন্নয়ন নিয়ন্ত্রণ-১) প্রকৌশলী মোবারক হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা মহানগর ইমারত (নির্মাণ, সংরক্ষণ, উন্নয়ন ও অপসারণ) বিধিমালা, ২০০৮-এর বিধি ১৮ অনুসারে ইমারতের আংশিক বা সম্পূর্ণ নির্মাণ শেষে, ব্যবহারের পূর্বে, ভবন মালিকের রাজউক থেকে ব্যবহার সনদপত্র গ্রহণ করা বাধ্যতামূলক। সেইসঙ্গে প্রতি ৫ বছর পরপর সনদ নবায়ন করা বাধ্যতামূলক। সনদপত্র না থাকলে রাজউক আওতাধীন এলাকায় ইমারতের মালিকানা হস্তান্তর ও নামজারির অনুমোদন পাওয়া যাবে না।
মোবারক হোসেন বলেন, ‘রাজউকের কাছ থেকে নকশা অনুমোদন গ্রহণ করে যেসব ভবন মালিক ভবন ব্যবহার সনদপত্র ছাড়াই গ্যাস, বিদ্যুৎ পানির সংযোগ গ্রহণ করেছেন, তাদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে সংযোগ বিচ্ছিন্নকরাসহ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’
সার্বিক বিষয় বিবেচনা করে যেসব ভবনের মালিকরা ইতোমধ্যে ভবনের নির্মাণ কাজ শেষ করেছেন, কিন্তু সনদপত্র গ্রহণ করেননি, তাদের আগামী দুই মাসের মধ্যে সনদ গ্রহণের নির্দেশ দিয়েছে রাজউক।