নোটারি লাইসেন্স (সনদ) নবায়নের ক্ষেত্রে বিধিতে বর্ণিত নির্ধারিত সময়ে আবেদন করতে নোটারি অ্যাডভোকেটদের প্রতি নির্দেশনা জারি করেছে সরকার। আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় থেকে সিনিয়র সহকারী সচিব মোঃ শফিউল আলম স্বাক্ষরিত এ সংক্রান্ত বিজ্ঞপ্তি বুধবার (১২ জানুয়ারি) জারি করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, নোটারি সার্টিফিকেট নবায়নের ক্ষেত্রে নোটারি অ্যাডভোকেটগণ নোটারি সার্টিফিকেট নবায়নের সময় কখনো কখনো দি নোটারিস রুলস, ১৯৬৪ (পরবর্তীতে ২০০৩ সালে সংশোধিত) -এর বিধি ৭এ মোতাবেক মেয়াদ উত্তীর্ণের পর নির্ধারিত ৯০ দিনের মধ্যে আবেদনপত্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট বিভাগে প্রেরণ না করে বিলম্ব করছেন। ফলে বিভিন্ন জটিলতা সৃষ্টি হচ্ছে।
এমতাবস্থায়, নবায়নে আগ্রহী নোটারি অ্যাডভোকেটগণকে নোটারি সার্টিফিকেট নবায়নের জন্য দি নোটারিস রুলস, ১৯৬৪ (পরবর্তীতে ২০০৩ সালে সংশোধিত) -এর ৭এ বিধিতে উল্লেখিত মেয়াদ উত্তীর্ণের ৯০ দিন পূর্বে মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট বিভাগে যথাযথভাবে আবেদন করার জন্য বিজ্ঞপ্তিতে নির্দেশনা প্রদান করা হয়েছে।