কক্সবাজারের বকখালী নদী তীরবর্তী ম্যানগ্রোভ বন দখল ও নিধন বন্ধে অবিলম্বে ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের আইনি নোটিশ পাঠানো হয়েছে। বাংলাদেশ পরিবেশ আইনজীবী সমিতি (বেলা) এবং ইয়ুথ এনভায়রনমেন্ট সোসাইটি (ইয়েস) -এর পক্ষ থেকে এ নোটিশ প্রেরণ করা হয়।
নোটিশে ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের দুই সচিব, প্রধান বন সংরক্ষক, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক, কক্সবাজারের জেলা প্রশাসক এবং কক্সবাজার জেলার পুলিশ সুপারকে বিবাদী করা হয়েছে।
নোটিশে বলা হয়, দীর্ঘদিন ধরে ম্যানগ্রোভ বন দখল ও গাছ কাটা হচ্ছে, যা কর্তৃপক্ষের ব্যর্থতার পরিচয় দেয়। উপকূলীয় অঞ্চল, ম্যানগ্রোভ বন এবং কক্সবাজারের বালির টিলাগুলিকে পরিবেশগতভাবে সংকটপূর্ণ এলাকা হিসাবে ঘোষণা করা হয়েছে।
এমতাবস্থায় নোটিশে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দোষীদের বিরুদ্ধে অবিলম্বে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।
উল্লেখ্য, গত ৯ জানুয়ারি কক্সবাজারের কস্তুরিঘাট এলাকায় আট একর বনভূমি দখলের ঘটনা ঘটে। এ সময় রাতারাতি ৩০ হাজার গাছ কেটে ফেলে দুর্বৃত্তরা।