সরকারি আইন কর্মকর্তাসহ সুপ্রিম কোর্টের প্রায় ৩০ জন আইনজীবী করোনা ভাইরাসে (কোভিড) আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল।
আজ মঙ্গলবার (১৮ জানুয়ারি) সুপ্রিম কোর্ট প্রাঙ্গনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।
কতজন আইনজীবী করোনা আক্রান্ত হয়েছেন, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ব্যারিস্টার কাজল বলেন, আমার কাছে এ পর্যন্ত যতটুকু হিসাব আছে সেই মতে সরকারি আইন কর্মকর্তাসহ জনা তিরিশেক আইনজীবীর অসুস্থতার খবর আছে।
অপর এক প্রশ্নের জবাবে সমিতির সম্পাদক জানান, গত এক বছরে সুপ্রিম কোর্টের ১৩৪ জন আইনজীবী মৃত্যুবরণ করেছেন। এদের সবাই করোনায় আক্রান্ত হননি। তবে অনেকেই করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন।