আগাম জামিন শোনা, কোর্টের পূর্ণাঙ্গ কর্মঘন্টা অব্যাহত রাখাসহ শারীরিক উপস্থিতিতে আদালত পরিচালনার মতো করেই ভার্চুয়াল কোর্ট পরিচালনার দাবি জানিয়েছে সর্বোচ্চ আদালতের আইনজীবীদের সংগঠন সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন।
আজ মঙ্গলবার (১৮ জানুয়ারি) প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর কাছে সংগঠনের পক্ষে সমিতির সম্পাদক ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল এ দাবি জানিয়েছেন বলে গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
বর্তমানে শারীরিক উপস্থিতিতে যেভাবে আদালত পরিচালিত হচ্ছে, ভার্চুয়াল কোর্টও যেন যেন ঠিক সেভাবেই পরিচালিত হয়, প্রধান বিচারপতিকে এ অনুরোধ জানিয়েছেন ব্যারিস্টার কাজল। এক্ষেত্রে আগাম জামিন শোনা, কোর্টের পূর্ণাঙ্গ কর্মঘন্টা অব্যাহত রাখাসহ ফৌজদারী মোশন বেঞ্চ বৃদ্ধি ও এফিডেফিড সেকশনে লোকবল বৃদ্ধির অনুরোধ জানান তিনি।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ব্যারিস্টার কাজল বলেন, আমরা সব সময় শারীরিক উপস্থিতিতে আদালত পরিচালনার পক্ষে। কিন্তু বর্তমানে যেহেতু সংক্রমণ বেড়ে গেছে, বিচারক ও আইনজীবীরা আক্রান্ত হচ্ছেন। এমন পরিস্থিতিতে কোর্ট প্রশাসন প্রয়োজন মনে করলে তথ্য-প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে আদালত পরিচালনা করবেন।
প্রসঙ্গত, আগামীকাল বুধবার (১৯ জানুয়ারি) থেকে সুপ্রীম কোর্টের উভয় বিভাগ তথা আপীল বিভাগ ও হাইকোর্ট বিভাগে ভার্চুয়াল পদ্ধতিতে বিচার কাজ পরিচালিত হবে। দেশে করোনা পরিস্থিতি বেড়ে যাওয়ায় প্রধান বিচারপতির নির্দেশে তথ্য-প্রযুক্তি ব্যবহার করে আদালতের বিচারিক কার্যক্রম পরিচালনার সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করেছেন কোর্ট প্রসাশন।