নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ নিরঙ্কুশ জয় লাভ করেছে। নির্বাচনে সভাপতি-সাধারণ সম্পাদকসহ ১৭ পদের সবকটিতেই সমন্বয় পরিষদের প্রার্থীরা জয় পেয়েছেন।
জেলা আইনজীবী সমিতি ভবনে মঙ্গলবার (১৮ জানুয়ারি) নির্বাচন অনুষ্ঠিত হয়। দিনভর ভোটগ্রহণ শেষে রাতে ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট সামসুল ইসলাম ভূঁইয়া।
ঘোষিত ফলাফল অনুযায়ী, নির্বাচনে সভাপতি পদে অ্যাডভোকেট হাসান ফেরদৌস জুয়েল এবং সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রবিউল আমীন রনি বিজয়ী হয়েছেন।
সম্পাদকীয় অন্যান্য পদে বিজয়ীরা হলেন- সিনিয়র সহ-সভাপতি পদে অ্যাডভোকেট আলাউদ্দিন আহমেদ, সহ-সভাপতি অ্যাডভোকেট সুবাস বিশ্বাস, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাহমুদুল হক মমিন, কোষাধ্যক্ষ অ্যাডভোকেট আবুল বাশার রুবেল, আপ্যায়ন সম্পাদক অ্যাডভোকেট মো. স্বপন ভূঁইয়া, লাইব্রেরি সম্পাদক অ্যাডভোকেট হাছিব উল হাছান রনি, ক্রীড়া সম্পাদক অ্যাডভোকেট সোহেল আজাদ, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক অ্যাডভোকেট রাজিয়া আমিন কাঞ্চি, সমাজসেবা সম্পাদক অ্যাডভোকেট মো. রাশেদ ভূঁইয়া এবং আইন ও মানবাধিকার সম্পাদক অ্যাডভোকেট আব্দুল মান্নান।
এছাড়া কার্যকরী সদস্য পদে অ্যাডভোকেট এরশাদুজ্জামান ইমন, অ্যাডভোকেট হালিমা আক্তার, অ্যাডভোকেট হোসেন আহম্মদ, অ্যাডভোকেট মেরাজ সরকার ও অ্যাডভোকেট অঞ্জন দাস নির্বাচিত হয়েছেন।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, আইনজীবী সমিতির ১ হাজার ৩৮ জন ভোটারের মধ্যে ৯৯২ আইনজীবী তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।