ফৌজদারি বিচারব্যবস্থায় পুলিশের ভূমিকা অপরিসীম। এ কারণে দ্রুততম সময়ে ন্যায়বিচার প্রতিষ্ঠায় পুলিশকে আরো বেশি দায়িত্বশীল হতে হবে বলে মন্তব্য করেন নাটোরের চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ আনোয়ারুল হক।
নাটোরের সিংড়া থানা পরিদর্শনকালে শুক্রবার (২১ জানুয়ারি) তিনি উপস্থিত পুলিশ সদস্যদের উদ্দেশ্যে এ কথা বলেন।
মোঃ আনোয়ারুল হক বলেন, পুলিশকে নির্ধারিত সময়ের মধ্যেই তদন্ত প্রতিবেদন দাখিল ও আসামীদের দ্রুত গ্রেফতার করে বিচারে সোপর্দ করতে হবে। একটা কল্যাণমূলক রাষ্ট্রে মানুষকে ন্যায়বিচার প্রদান প্রথম অগ্রাধিকার। তাৎক্ষনিকভাবে মানুষের অধিকার রক্ষা ও অপরাধীদের বিচারের মুখোমুখি করতে পুলিশ ও ম্যাজিস্ট্রেটদের ভূমিকা অত্যন্ত অপরিহার্য। আদালতের যেকোনো আদেশ তাৎক্ষণিকভাবে বাস্তবায়ন করার নির্দেশও দেন তিনি।
এ সময় তিনি থানার রিসিভ রেজিস্টার, প্রোপার্টি রেজিস্টার, ওয়ারেন্ট রেজিস্টার, কনভিকশন রেজিস্টার, উইটনেস রেজিস্টার, খতিয়ান রেজিস্টারসহ থানায় রক্ষিত সকল রেজিস্টার পরিদর্শন করেন। এছাড়াও তিনি থানা হাজতখানা, মালখানা, অস্ত্রাগারসহ বিভিন্ন দপ্তর পরিদর্শন করেন।
পরিদর্শনকালে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ মোসলেম উদ্দীন ও সিংড়া থানা আমলী আদালতের ম্যাজিস্ট্রেট মোঃ আবু সাঈদ, সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ নূর-এ-আলম সিদ্দিকী, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের ভারপ্রাপ্ত প্রশাসনিক কর্মকর্তা মোঃ মোস্তফা কামাল, ভারপ্রাপ্ত নাজির মোঃ রোকনুজ্জামান সরকারসহ থানার অন্যান্য পুলিশ কর্মকর্তাবৃন্দ।