চটগ্রাম কর আইনজীবী সমিতির সাধারণ সভায় এক বক্তা খাবার নিয়ে কথা বলায় চেয়ার ছোড়াছুড়ি ও উত্তেজনার সৃষ্টি হয়। একপর্যায়ে বক্তাকে ঘিরে শুরু হয় হাতাহাতি। পরে অনুষ্ঠানে উপস্থিত সমিতির জ্যেষ্ঠ আইনজীবীরা সবাইকে শান্ত করেন।
আজ বুধবার (২৬ জানুয়ারি) বিকেলে নগরের আগ্রাবাদ সিডিএ ভবনে সমিতির কার্যালয়ে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ছয় আইনজীবী জানান, সভায় ফোরকান উদ্দিন নামের এক আইনজীবী তাঁর বক্তব্যে জানান, এক বেলা খাবারের জন্য অনেক নন–প্র্যাকটিশনারও সভায় আসেন। এ সময় সভায় উপস্থিত আইনজীবীরা উত্তেজিত হয়ে ওঠেন। চেয়ার থেকে উঠে অনেকে মঞ্চের দিকে চেয়ার ছুড়ে মারার চেষ্টা করেন। একপর্যায়ে বক্তাকে ঘিরে শুরু হয় হাতাহাতি। পরে সমিতির উপস্থিত জ্যেষ্ঠ আইনজীবীরা সবাইকে শান্ত করেন। প্রায় তিন মিনিট পর পরিস্থিতি শান্ত হয়। পরে নিজের দেওয়া বক্তব্যের জন্য উপস্থিত সবার কাছে ক্ষমা চান ফোরকান উদ্দিন।
সভায় প্রায় ৩০০ আইনজীবী উপস্থিত ছিলেন। তাঁরা কর আইনজীবী সমিতির সদস্য। তাঁদের সবাই জেলা আইনজীবী সমিতিরও সদস্য। কিন্তু ফৌজদারি ও দেওয়ানি মামলা পরিচালনা করায় বেশির ভাগই কর আইনজীবী হিসেবে মামলা পরিচালনা করেন না।
চট্টগ্রাম কর আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ সোলায়মান বলেন, সামান্য ভুল বোঝাবুঝি হয়েছে। সভা ঠিকমতো হয়েছে।