আসন্ন পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে ফৌজদারি মামলা শুনানির জন্য নতুন ১৩টি বেঞ্চ গঠন করা হয়েছে। আগামী ২৭-২৮ এপ্রিল এসব বেঞ্চে ফৌজদারি মোশন এবং এ সংক্রান্ত মামলার অনুষ্ঠিত শুনানি হবে।
প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নির্দেশে রোববার (১৭ এপ্রিল) এসব বেঞ্চ গঠন করা হয়। জানা গেছে, নবগঠিত এসব হাইকোর্ট বেঞ্চে আগামী ২৭ এপ্রিল সকাল সাড়ে ১০টা থেকে ২৮ এপ্রিল বিকাল সোয়া ৩টা পর্যন্ত বিচারকার্য পরিচালিত হবে।
এদিকে ফৌজদারি কার্যবিধি আইনের ৪৯৮ ধারা মোতাবেক ২০১৬, ২০১৭, ২০১৮ ও ২০১৯ সালের ফৌজদারি বিবিধ মোকদ্দমাসমূহ শুনানি ও নিষ্পত্তি এবং এ সংক্রান্ত আবেদন গ্রহণের জন্য ১৩টি বেঞ্চ গঠন করা হয়েছে। আগামী নবগঠিত এসব হাইকোর্ট বেঞ্চে আগামী ২০ এপ্রিল সকাল সাড়ে ১০টা থেকে ২১ এপ্রিল বিকাল সোয়া ৩টা পর্যন্ত বিচারকার্য পরিচালিত হবে।
প্রসঙ্গত, গত ৩১ মার্চ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে বিচারকাজ পরিচালনার জন্য ৫০টি বেঞ্চ পুনর্গঠন করে দিয়েছিলেন প্রধান বিচারপতি। এছাড়া অবকাশে ডেথ রেফারেন্স মামলার শুনানির জন্য ১১টি বেঞ্চ গঠন করা হয়েছিল।