ইস্টার্ন ইউনিভার্সিটি ল ইয়ার্স এসোসিয়েশনের (ইউলা) নবনির্বাচিত কমিটির অভিষেক ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
আজ মঙ্গলবার (২৪ মে) বিকেল ৪টায় ঢাকা আইনজীবী সমিতির রাষ্ট্রপতি অ্যাডভোকেট মো. জিল্লুর রহমান মিলনায়তনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
সংগঠনের বিদায়ী সভাপতি অ্যাডভোকেট এইচ. এম. মাসুম ও বর্তমান সভাপতি অ্যাডভোকেট মাহফুজ হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি এস এম কুদ্দুস জামান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত থাকবেন ইস্টার্ন ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. শহিদ আকতার হুসাইন। এছাড়াও উপস্থিত থাকবেন সুপ্রিম কোর্টের আইনজীবী ও ইউলার উপদেষ্টা অ্যাডভোকেট এহসানুল হক সমাজী, ইস্টার্ন ইউনিভার্সিটির আইন অনুষদের চেয়ারম্যান এবি এম ইমদাদুল হক খান।
এছাড়া অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের সাবেক ডিন ও চেয়ারম্যান প্রফেসর ড. বোরহান উদ্দিন খান।
অনুষ্ঠানে ইস্টার্ন ইউনিভার্সিটি আইন অনুষদ হতে গ্রাজুয়েট নবীন আইনজীবী যারা ২০১৮-২০২১ সালে আইনজীবী হিসেবে বাংলাদেশ বার কাউন্সিলের তালিকাভুক্ত হয়ে ঢাকা বারসহ বিভিন্ন জেলা বারে প্র্যাকটিসরত তাঁদের সম্মাননা স্মারক হিসেবে ক্রেস্ট প্রদান করা হবে।