কর্মকর্তা-কর্মচারীদের সঠিক সময়ে হাজিরা নিশ্চিত করণের লক্ষ্যে নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতে ডিজিটাল হাজিরা পদ্ধতি চালু হয়েছে। এ পদ্ধতিতে এখন থেকে আদালতের কর্মকর্তা-কর্মচারীরা আঙ্গুলের ছাপ, পরিচয়পত্র ও পিন কোডের মাধ্যমে হাজিরা দিতে পারবেন।
আজ মঙ্গলবার (২৪ মে) সকালে আদালতে ডিজিটাল পদ্ধতিতে হাজিরা গ্রহণ ব্যবস্থার উদ্বোধন করেন জেলা ও দায়রা জজ আদালতের হাকিম মুন্সি মশিয়ার রহমান।
আদালতের প্রশাসনিক কর্মকর্তা মো. আব্দুল খালেক এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, জেলা ও দায়রা জজ আদালতে ডিজিটাল হাজিরা পদ্ধতি উদ্বোধন করা হয়েছে। এর মাধ্যমে আঙ্গুলের ছাপ, পরিচয়পত্র ও পিন কোডের মাধ্যমে কর্মকর্তা-কর্মচারীরা হাজিরা দিতে পারবেন।
ডিজিটাল হাজিরা চালু হওয়ায় খুশি আদালতের কর্মকর্তা-কর্মচারীরা। জেলা ও দায়রা জজ আদালতের নাজির কামরুল হুদা বলেন, এখন থেকে আমরা সবাই ডিজিটাল পদ্ধতিতে হাজিরা দিতে পারবো। নতুন এই প্রযুক্তিটি ঘিরে সবার মধ্যে আগ্রহ দেখেছি। এর মাধ্যমে হাজিরার সঠিক হিসাব জানা যাবে।
উদ্বোধন অনুষ্ঠানে অতিরিক্ত জেলা ও দায়রা জজ ১ম আদালতের বিচারক শেখ রাজিয়া সুলতানা, ২য় আদালতের বিচারক বেগম সাবিনা ইয়াসমিন, অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ফারহানা ফেরদৌস ও বদিউজ্জামান, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কাউসার আলম, আদালত পুলিশের পরিদর্শক আসাদুজ্জামানসহ জেলা ও দায়রাজজ আদালতের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।