রাঙ্গামাটিতে লিগ্যাল এইড সার্ভিসের মানবৃদ্ধি ও জবাবদিহিমূলক সেবা নিশ্চিত করতে গণশুনানী অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৯ মে) সকাল দশটায় জেলা লিগ্যাল এইড অফিস আয়োজনে সেবা গ্রহীতাদের সাথে মতবিনিময় পূর্বক এ গণশুনানী অনুষ্ঠিত হয়।
এতে জেলা লিগ্যাল এইড অফিসার মোঃ জুনাইদ উপস্থিত সেবা গ্রহীতাদের লিগ্যাল এইড সেবা পাওয়ার বিভিন্ন অভিজ্ঞতা সরাসরি শুনেন এবং তা সমাধানের জন্য কার্যকর ব্যবস্থা গ্রহনের প্রতিশ্রুতি দেন।
ওই গণশুনানীতে কাউখালী, লংগদু, রাজস্থলী, বরকল এবং সদর উপজেলার আনুমানিক ৪০ জনের মতো সেবা গ্রহীতা উপস্থিত ছিলেন।
এ বিষয়ে জানতে চাইলে লিগ্যাল এইড অফিসার মোঃ জুনাইদ ল’ইয়ার্স ক্লাব বাংলাদেশ ডটকমকে বলেন, লিগ্যাল এইড সার্ভিসের মানবৃদ্ধি ও জবাবদিহি মূলক সেবা নিশ্চিত করতে এখন থেকে প্রতি মাসে এরকম জবাবদিহি মূলক গনশুনানী অনুষ্ঠিত হবে।