ভবন নির্মাণের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেলা আইনজীবী সমিতিকে ২৫ লক্ষ টাকা অনুদান দিয়েছে সরকার।
আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ থেকে গত রোববার (২৯ মে) চীফ একাউন্টস অ্যান্ড ফিন্যান্স অফিসার বরাবর প্রেরিত পত্রে এ তথ্য জানা গেছে।
মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব এ কে এম কামাল স্বাক্ষরিত পত্রে বলা হয়, চলতি অর্থ বছরে আইন ও বিচার বিভাগের বিশেষ অনুদান খাতে স্থিতিকৃত অর্থ থেকে ব্রাহ্মণবাড়িয়া জেলা আইনজীবী সমিতির ভবন নির্মাণের অনুদান হিসেবে বর্ণিত শর্তে বরাদ্দ প্রদান করা হলো।
বরাদ্দকৃত অর্থ জেলা আইনজীবী সমিতির সভাপতি/সাধারণ সম্পাদক বিভাগীয় হিসাব নিয়ন্ত্রক/জেলা হিসাব রক্ষণ কর্মকর্তার অফিস থেকে সংশ্লিষ্ট জেলা জজ কর্তৃক প্রতিস্বাক্ষর বিলের মাধ্যমে উত্তোলন করবেন।