নড়াইল সদরের মির্জাপুর ইউনাইটেড ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ স্বপন কুমার বিশ্বাসের গলায় জুতার মালা দেয়ার ঘটনায় দায়িত্বে অবহেলার কারণে সদর থানার ওসি শওকত কবিরকে স্ট্যান্ডলিরিজ করা হয়েছে।
আজ রোববার (৩ জুলাই) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশ সুপার প্রবীর কুমার রায় পিপিএম (বার)।
তিনি বলেন, ওসি শওকত কবিরকে নড়াইল সদর থানা থেকে স্ট্যান্ডলিরিজ করা হয়েছে। তাকে খুলনা আর আর এফ (রেঞ্জ রিজার্ভ ফোর্স) -এ সংযুক্ত করা হয়েছে।
এদিকে বর্তমানে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্ব পালন করবেন সদর থানার পরিদর্শক (তদন্ত) মাহমুদুর রহমান।
উল্লেখ্য, গত ১৮ জুন নড়াইল সদরের মির্জাপুর ইউনাইটেড ডিগ্রি কলেজে কয়েক’শ পুলিশের উপস্থিতিতে অধ্যক্ষ স্বপন কুমার বিশ্বাসকে জুতার মালা পরানো হয়। ঘটনার সময় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত কবির সেখানে উপস্থিত ছিলেন ও শিক্ষককে জুতার মালা পরানোর সময় থেকে পুলিশের গাড়িতে ওঠানো পর্যন্ত পুলিশি পাহারা দিচ্ছিলেন।