অবকাশে হাইকোর্টে দুই ধাপে ১৪ বেঞ্চে চলবে বিচারকাজ
সুপ্রিম কোর্ট

আপিল বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের হাজিরা ইলেক্ট্রনিক পদ্ধতিতে

দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের আপিল বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের ইলেক্ট্রনিক পদ্ধতিতে হাজিরা দেওয়ার নিয়ম করা হচ্ছে। আগামী ১ আগস্ট থেকে এ নিয়ম কার্যকর হবে।

আজ বুধবার (৬ জুলাই) আপিল বিভাগের রেজিস্ট্রার মোহাম্মদ সাইফুর রহমান ল’ইয়ার্স ক্লাব বাংলাদেশ ডটকমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

এ বিষয়ে ইতোমধ্যে সুপ্রিম কোর্ট প্রশাসন থেকে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। এতে বলা হয়, আপিল বিভাগে কর্মরত সকল কর্মকর্তা-কর্মচারী আগামী পয়লা আগস্ট থেকে কর্মস্থলে আগমন এবং প্রস্থানের সময় ইলেক্ট্রনিক পদ্ধতিতে হাজিরা প্রদান করতে হবে।

এজন্য ইলেক্ট্রনিক পদ্ধতিতে হাজিরা প্রদান কার্যকর করতে আপিল বিভাগের সকল কর্মকর্তা-কর্মচারীদের আঙ্গুলের ছাপ আগামী ১৮ জুলাই থেকে ২১ জুলাই পর্যন্ত আপিল বিভাগের তথ্য-প্রযুক্তি শাখায় গ্রহণ করা হবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।