কুমিল্লা জেলা আইনজীবী সমিতির ১১তলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

কুমিল্লা জেলা আইনজীবী সমিতির ১১তলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

কুমিল্লা জেলা আইনজীবী সমিতির ১১তলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। জেলা আইনজীবী সমিতির উদ্যোগে রোববার (২৪ জুলাই) আদালত প্রাঙ্গণে ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠান হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী তাজুল ইসলাম ও বিশেষ অতিথি সদর (কুমিল্লা ৬) আসনের সংসদ সদস্য আ ক ম বাহাউ্দ্দিন বাহার প্রস্তাবিত ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

কুমিল্লা জেলা আইনজীবী সমিতির সভাপতি মো. আহছান উল্লাহ খন্দকারের সভাপতিত্বে অনুষ্ঠানে কুমিল্লা-৫ আসনের সংসদ সদস্য আবুল হাসেম খান, কুমিল্লা সিটি করপোরেশনের মেয়র আরফানুল হক, জেলা ও দায়রা জজ মো. আতাবুল্লাহ, লাকসাম উপজেলা পরিষদের চেয়ারম্যান ইউনুস ভূঁইয়া, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি মোহাম্মদ ইসমাইল, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক আবু তাহের।

মঞ্চে উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান, জেলা পুলিশ সুপার ফারুক আহমেদ, কুমিল্লার চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. সোহেল রানা, কুমিল্লার সরকারি কৌঁসুলি জহিরুল ইসলাম সেলিম প্রমুখ।