মাদারীপুর জেলা আইনজীবী সমিতির আইন পেশায় ৫০ বছর পূর্ণ করা তিনজন প্রবীণ এবং সাতজন বীর মুক্তিযোদ্ধা সদস্যকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
আজ বুধবার (২৭ জুলাই) দুপুরে জেলা আইনজীবী সমিতির উদ্যোগে সমিতি ভবনে এ সম্মাননা অনুষ্ঠান হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট গোলাম কিবরিয়া হাওলাদার।
সমিতির সভাপতি অ্যাডভোকেট এমদাদুল হকের সভাপতিত্বে সম্মাননা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র জেলা ও দায়রা জজ মোঃ ইসমাইল হোসেন।
এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক জনাব ড. রহিমা খাতুন, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মোঃ হাবীবুল্লাহ, অতিরিক্ত জেলা ও দায়রা জজ লায়লাতুল ফেরদৌস, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ মামুনুর রশিদসহ অন্যান্য বিচারকবৃন্দ, মাদারীপুরের পুলিশ সুপার, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট ওবায়দুর রহমান খান এবং পৌর মেয়র খালিদ হোসেন ইয়াদ।
অনুষ্ঠানে সংবর্ধিত ১০ জন আইনজীবীকে ক্রেস্ট, সম্মাননা স্মারক ও ক্রেস্ট উপহার দেওয়া হয়।