'কপিরাইট আইন লঙ্ঘন করলে ১০ লাখ টাকা জরিমানা'
কপিরাইট আইন

‘কপিরাইট আইন লঙ্ঘন করলে ১০ লাখ টাকা জরিমানা’

নতুন বাস্তবতার সঙ্গে মিল ও আর্থিক জরিমানার বিধান রেখে ‘কপিরাইট আইন-২০২৩’ মন্ত্রিসভায় চূড়ান্ত অনুমোদন পেয়েছে। গত বছরের ২১ অক্টোবর এ আইনের নীতিগত অনুমোদন দেয়া হয়েছিল।

আজ সোমবার (৬ ফেব্রুয়ারি) সচিবালয়ে মন্ত্রিপরিষদ সভাকক্ষে সাংবাদিকদের এমন তথ্য দিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন। এর আগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক হয়।

মাহবুব হোসেন জানান, পাইরেসি প্রতিরোধে শাস্তির বিধান রাখা হয়েছে। ডিজিটাল জগতে কপিরাইট সুরক্ষার ব্যবস্থা করা হয়েছে। আইনটিতে কয়েকটি বিষয় গুরুত্ব পেয়েছে, যার মধ্যে লোকসংগীত যদি নির্দিষ্ট কোনো কমিউনিটির থাকে, তাহলে সেটির কপিরাইটও তাদের হবে।

সচিব জানান, এ আইনে আর্থিক জরিমানায় বেশি জোর দেয়া হয়েছে। কপিরাইট আইন লঙ্ঘন করলে ১০ লাখ টাকার জরিমানার বিধান রাখা হয়েছে।