প্রধান বিচারপতির বিশেষ উদ্যোগ : সোয়া দুই ঘণ্টায় হাইকোর্টের নয় বেঞ্চে ৩১৯০ মামলা নিষ্পত্তি
মামলা ফাইল (প্রতীকী ছবি)

সোয়া দুই ঘণ্টায় হাইকোর্টের নয় বেঞ্চে ৩১৯০ মামলা নিষ্পত্তি

প্রধান বিচারপতির বিশেষ উদ্যোগ

আদালত প্রতিনিধি : অন্তর্বর্তীকালীন জামিন (ধারা ৪৯৮) সংক্রান্ত পুরাতন মামলা নিষ্পত্তিতে বিশেষ উদ্যোগ নিয়েছিলেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। এজন্য গঠন করা হয়েছিল ৯টি বিশেষ হাইকোর্ট বেঞ্চ। গত বৃহস্পতিবার (২ মার্চ) দুপুর ২টা থেকে বিকেল ৪টা ১৫ মিনিট পর্যন্ত মাত্র সোয়া ২ ঘন্টায় ফৌজদারি কার্যবিধির ৪৯৮ ধারা মোতাবেক ২০২১ সাল পর্যন্ত তিন হাজার ১৯০টি ফৌজদারি বিবিধ মামলার শুনানি ও নিষ্পত্তি করেন এসব বেঞ্চ।

সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রেজিস্ট্রার মোহাম্মদ সাইফুর রহমান এ তথ্য জানান। তিনি বলেন, মামলা নিষ্পত্তির জন্য প্রধান বিচারপতির এ উদ্যোগ চলমান থাকবে।

এ বিষয়ে দায়িত্বরত অ্যাটর্নি জেনারেল এস এম মনিরুজ্জামান মনির গণমাধ্যমকে বলেন,

বহু আন-নেসেসারি মামলা থাকে যেগুলো নিষ্পত্তি করতে প্রধান বিচারপতির এ উদ্যোগ খুবই পজিটিভ। এসব মামলা নিষ্পত্তির ফলে সংশ্লিষ্টদের আর আদালতে ঘুরতে হবে না।

সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বৃহস্পতিবারের কার্যতালিকা (কজলিস্ট) পর্যালোচনা করে দেখা গেছে, বিচারপতি মো. রেজাউল হক ও বিচারপতি কে এম ইমরুল কায়েশের বেঞ্চে নিষ্পত্তি হয়েছে ২৪৯টি, বিচারপতি শেখ মো. জাকির হোসেন ও বিচারপতি এ কে এম জহিরুল হকের বেঞ্চে ৪৯৪টি, বিচারপতি মো. হাবিবুল গনি ও বিচারপতি মো. শওকত আলী চৌধুরীর বেঞ্চে ৪৬৯টি, বিচারপতি মো. আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি শাহেদ নূরউদ্দিনের বেঞ্চে ৪৯১টি, বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. আমিনুল ইসলামের বেঞ্চে ২৯৭টি, বিচারপতি মো. জাহাঙ্গীর হোসেন ও বিচারপতি মো. বজলুর রহমানের বেঞ্চে ৪৮৯টি, বিচারপতি মো. বদরুজ্জামান ও বিচারপতি এস এম মাসুদ হোসাইন দোলনের বেঞ্চে ৯৯টি, বিচারপতি মো. কামরুল হোসেন মোল্লা ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের বেঞ্চে ৩০০টি এবং বিচারপতি এস এম কুদ্দুস জামান ও বিচারপতি ফাহমিদা কাদেরের বেঞ্চে ৩০২টি মামলার নিষ্পত্তি হয়েছে। অর্থাৎ, নয় বিশেষ বেঞ্চে মোট নিষ্পত্তি হয়েছে ৩ হাজার ১৯০টি পুরাতন মামলা।

এর আগে নয়টি বিশেষ বেঞ্চ গঠন করে গত মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে এ বিষয়ে প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর আদেশ প্রকাশ করা হয়।

আরও পড়ুন : জামিনের পুরাতন মামলার নিষ্পত্তিতে হাইকোর্টে ৯ বেঞ্চ