মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী : প্রায় ২৯ বছর আগে কক্সবাজারে চায়ের দোকানে কথা কাটাকাটির জের ধরে এক ব্যক্তিকে গুলি করে হত্যার অভিযোগে দায়েরকৃত মামলায় একমাত্র আসামীকে মৃত্যুদন্ড দেওয়া হয়েছে।
কক্সবাজারের অতিরিক্ত জেলা ও দায়রা জজ-২ মোহাম্মদ সাইফুল ইলাহী গত বুধবার (১৫ মার্চ) এ রায় ঘোষণা করেন।
রাষ্ট্র পক্ষে মামলাটি পরিচালনা করেন অতিরিক্ত পিপি অ্যাডভোকেট সুলতানুল আলম।
একই আদালতের বেঞ্চ সহকারী মফিজুর রহমান মফিজ ল’ইয়ার্স ক্লাব বাংলাদেশ ডটকমকে এ তথ্য জানিয়েছেন।
মামলার সংক্ষিপ্ত বিবরণ
১৯৯৪ সালে কক্সবাজারের তৎকালীন চকরিয়া উপজেলার (বর্তমানে পেকুয়া উপজেলা) বারবাকিয়ায় এক চায়ের দোকানে কথা কাটাকাটির জের ধরে আলী আজম নামক একজনকে গুলি করে হত্যা করে আবদুল গফুর।
এ ঘটনায় নিহত আলী আজমের পিতা বাদী হয়ে পেনাল কোডের ৩০২/৩৪ ধারায় চকরিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। যার এসটি মামলা নম্বর : ৮৩/১৯৯৪ ইংরেজি।
বিচার ও রায়
মামলাটি বিচারের জন্য চার্জ (অভিযোগ) গঠন করে সাক্ষীদের সাক্ষ্য গ্রহণ, আসামী পক্ষে সাক্ষীদের জেরা, সুরতহাল প্রতিবেদন, ময়নাতদন্ত রিপোর্ট ও আলামত পর্যালোচনা, আসামীকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ, যুক্তিতর্ক সহ সকল বিচারিক প্রক্রিয়া সম্পন্ন করে মামলাটি রায় ঘোষণার জন্য গত বুধবার দিন ধার্য করা হয়।
রায় ঘোষণার দিনে কক্সবাজারের অতিরিক্ত জেলা ও দায়রা জজ-২ মোহাম্মদ সাইফুল ইলাহী মামলার আসামী আবদুল গফুরকে ১৮৬০ সালের ফৌজদারী দন্ড বিধির ৩০২/৩৪ ধারায় দোষী সাব্যস্ত করে মৃত্যুদন্ডের রায় ঘোষণা করেন।
এ রায়ের মাধ্যমেই ঘটনার দীর্ঘ প্রায় ২৯ বছর পর মামলাটি নিষ্পত্তি করা হলো।