সুইডেনে কোরআন অবমাননার প্রতিবাদে ঢাকায় আইনজীবীদের মানববন্ধন
সুইডেনে কোরআন অবমাননার প্রতিবাদে ঢাকায় আইনজীবীদের মানববন্ধন

সুইডেনে কোরআন অবমাননার প্রতিবাদে ঢাকায় আইনজীবীদের মানববন্ধন

সুইডেনের রাজধানী স্টকহোমে পবিত্র কোরআন শরিফ পোড়ানোর ঘটনার প্রতিবাদে ঢাকায় মানববন্ধন করেছে সুপ্রিম কোর্টের আইনজীবীরা।

আজ বৃহস্পতিবার (১৩ জুলাই) দুপুরে দেশের সর্বোচ্চ আদালত প্রাঙ্গণে আল কোরআন স্টাডি সেন্টার, সুপ্রিম কোর্ট বার শাখার উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা সুইডেনে পবিত্র কোরআন অবমাননার তীব্র নিন্দা জানান। তাঁরা বলেন, পবিত্র কুরআনের প্রতি এই অসম্মানজনক কাজটি গভীরভাবে বেদনাদায়ক এবং এটি পারস্পরিক শ্রদ্ধা ও ধর্মীয় সহনশীলতার নীতির পরিপন্থী।

প্রসঙ্গত, সম্প্রতি সুইডেনে একটি মসজিদের সামনে পবিত্র কোরআন পুড়িয়ে বিক্ষোভ প্রদর্শন করে একদল আন্দোলনকারী। পুলিশের অনুমতি সাপেক্ষেই এমন ঘৃণ্য কর্মকাণ্ড ঘটেছিল। সুইডেন প্রশাসনও তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি। ওই ঘটনা মুসলিম বিশ্বে তীব্র ক্ষোভ উসকে দেয়।

জানা গেছে, ইরাক থেকে আসা অভিবাসী সলমন মোমিকা ও এক ব্যক্তি এই কাজ করেছে। সুইডেনের সরকারি ব্রডকাস্টার এসটিভি জানিয়েছে, এই ব্যক্তি কোরআন নিষিদ্ধ করার দাবি জানিয়েছিল। সে এই কাজ করার জন্য আদালতে আবেদন জানিয়েছিল।

আদালত তাকে অনুমতি দেয়। তারপর পুলিশের উপস্থিতিতে সে এই কাজ করে। প্রথমে সে পবিত্র কোরআনের পাতা ছেঁড়ে, তারপর তা পোড়ায়। আরেকজন ব্যক্তি তাকে সাহায্য করে। শ-দুয়েক মানুষ এই ঘটনা দেখে।

কেন এই অনুমতি?

সুইডেনের আদালত তাদের রায়ে বলেছে, ”কর্তৃপক্ষ জানিয়েছে কোরআন পোড়ানো হলে নিরাপত্তার ক্ষেত্রে সমস্যা হতে পারে। বর্তমান আইন অনুসারে এই কাজে বাধা দেয়া যায় না। আর নিরাপত্তার বিষয়টি এত বড় নয় যে বাধা দেয়া ঠিক হবে। সেজন্য পুলিশ কর্তৃপক্ষ যেন এই জমায়েতের অনুমতি দেয়।”

সুইডেনের সমস্যা

এর আগেও সুইডেনে কোরআন অপবিত্র করার ঘটনা ঘটনা ঘটেছিল। পবিত্র কোরআন পোড়ানোর ঘটনা সুইডেনে বারবার করে ঘটছে। অতি-দক্ষিণপন্থিরা অতীতে এই কাজ করে বিতর্কের ঝড় তুলেছেন।

অতি-দক্ষিণপন্থি রাজনীতিবিদ পালুদান তো এই কাজ করে বিতর্কের কেন্দ্রে থেকেছেন। তবে এবারের ঘটনার সঙ্গে তার কোনো যোগ নেই।