শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ ‘ড. মুহাম্মদ ইউনূসের বিচারপ্রক্রিয়া স্থগিতের দাবিতে বিভিন্ন দেশের বিশিষ্ট নাগরিক কর্তৃক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃষ্টি আকর্ষণ করে প্রেরিত খোলাচিঠির প্রতিবাদে’ আওয়ামী লীগপন্থীসহ সুপ্রিম কোর্টের ৫১০ জন আইনজীবী বিবৃতি দিয়েছেন।
সুপ্রিম কোর্টের ৫১০ জন আইনজীবীর বিবৃতির বিষয়টি আজ সোমবার দুপুরে এক ব্রিফিংয়ের মাধ্যমে জানানো হয়। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনে অবস্থিত উত্তর হলে ওই ব্রিফিংয়ের আয়োজন করা হয়।
আইনজীবীদের বিবৃতিতে বলা হয়েছে, ‘আমাদের প্রত্যাশা সম্মানিত বিদেশি নাগরিকেরা বাংলাদেশের মহান স্বাধীনতা, সার্বভৌমত্ব ও স্বাধীন বিচারব্যবস্থার প্রতি যথাযথ সম্মান প্রদর্শন করে ড. ইউনূসের পক্ষে তাঁদের দেওয়া বিবৃতি প্রত্যাহার করে বাংলদেশের বিচারব্যবস্থায় অযাচিত হস্তক্ষেপ করা থেকে নিজেদের নিবৃত রাখবেন।’
জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ ইউসুফ হোসেন হুমায়ুনের সই করা লিখিত বক্তব্যের সঙ্গে ৫১০ আইনজীবীর বিবৃতি ব্রিফিংয়ে তুলে ধরেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক আবদুন নূর দুলাল। এ সময় অন্যান্যের মধ্যে সমিতির সভাপতি মো. মোমতাজ উদ্দিন ফকির, সাবেক সম্পাদক মোমতাজ উদ্দিন আহমদ মেহেদী উপস্থিত ছিলেন।
বিবৃতিদাতা আইনজীবীরা বলেছেন, আইনের শাসন ও বাংলাদেশের সংবিধান অনুযায়ী আইনের চোখে সবাই সমান। যেকোনো সভ্য দেশে কেউ অপরাধ করলে সে দেশের প্রচলিত আইনে তার বিচার হবে—এটাই স্বতঃসিদ্ধ। আমরা ড. ইউনূসের ক্ষেত্রে লক্ষ করেছি যে তাঁর প্রতিষ্ঠানের ভুক্তভোগী শ্রমিকেরাই দেশের প্রচলিত শ্রম আইন অনুযায়ী তাঁর বিরুদ্ধে শ্রম আদালতে মামলা করেছেন। ওই খোলাচিঠিতে স্বাক্ষরকারী বিদেশি নাগরিকেরা ভুক্তভোগী শ্রমিকদের স্বার্থকে পাশ কাটিয়ে অন্যায়ভাবে ড. ইউনূসের স্বার্থ রক্ষায় বিবৃতি প্রদান করেছেন, যা অত্যন্ত দুঃখজনক ও অনভিপ্রেত।
বিবৃতিদাতা ৫১০ জনের মধ্যে আইনজীবী ইউসুফ হোসেন হুমায়ুন, সৈয়দ রেজাউর রহমান, মোমতাজ উদ্দিন ফকির, এস এম মুনীর, বশির আহমেদ, মো. আবদুন নূর দুলাল, সাবেক সম্পাদক বশির আহমেদ ও মোমতাজ উদ্দিন আহমদ, লায়েকুজ্জামান মোল্লা, আজহার উল্লাহ ভূঁইয়া, শেখ মোহাম্মদ মোরশেদ, শাহ মঞ্জুরুল হক, মোহাম্মদ সাঈদ আহমেদ, মো. রবিউল আলম বুদু, মোতাহার হোসেন সাজু, মোহাম্মদ আলী আজম, জেসমিন সুলতানা, এ বি এম নূর–এ–আলম উজ্জ্বল, মোহাম্মদ হারুন–উর রশিদ প্রমুখ রয়েছে।