একই আদেশের বিরুদ্ধে দুই আবেদন, আইনজীবীকে তলব
বাংলাদেশ সুপ্রিম কোর্ট

আপীল বিভাগের অ্যাডভোকেট-অন-রেকর্ড হলেন ৩৩ আইনজীবী

বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপীল বিভাগের অ্যাডভোকেট-অন-রেকর্ড হয়েছেন ৩৩ জন। আপীল বিভাগের এনরোলমেন্ট কমিটির সভায় গৃহীত সিদ্ধান্তের ভিত্তিতে এসব আইনজীবীকে আপীল বিভাগের অ্যাডভোকেট-অন-রেকর্ড হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে।

আজ সোমবার (২৫ সেপ্টেম্বর) আপিল বিভাগের রেজিস্ট্রার মোহাম্মদ সাইফুর রহমান সাক্ষরিত এক স্মারক থেকে এ তথ্য জানা যায়।

জানা গেছে, গত ৯ সেপ্টেম্বর প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর সভাপতিত্বে আপীল বিভাগের এনরোলমেন্ট কমিটির সভা অনুষ্ঠিত হয়। কমিটির অন্যান্য সদস্যরা হলেন- আপীল বিভাগের বিচারপতি ওবায়দুল, বিচারপতি বোরহান উদ্দিন, বিচারপতি এম. ইনায়েতুর রহিম, বিচারপতি মো. আশফাকুল ইসলাম, বিচারপতি আবু জাফর সিদ্দিকী এবং বিচারপতি জাহাঙ্গীর হোসেন।

আরও পড়ুন: আপীল বিভাগে তালিকাভুক্ত হলেন ২৫৯ আইনজীবী

সভায় প্রত্যেক সদস্যের স্বতন্ত্র মতামতের ভিত্তিতে এসব আইনজীবীকে আপীল বিভাগের অ্যাডভোকেট-অন-রেকর্ড হিসেবে তালিকাভুক্তির সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এছাড়াও সভায় প্রত্যেক সদস্যের স্বতন্ত্র মতামতের ভিত্তিতে আপীল বিভাগের অ্যাডভোকেট-অন-রেকর্ড হতে ৬৩ জনের করা আবেদন স্থগিত রাখা রয়েছে।

আপীল বিভাগের অ্যাডভোকেট-অন-রেকর্ড হিসেবে অন্তর্ভুক্ত হওয়া আইনজীবীদের তালিকা দেখতে এখানে ক্লিক করুন

আরও পড়ুনসুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট হলেন ২৭ আইনজীবী