হাইকোর্টের কয়েকটি ক্রিমিনাল মোশন বেঞ্চকে আগাম জামিন দেওয়ার সুনির্দিষ্ট ক্ষমতা দিতে প্রধান বিচারপতির কাছে আবেদন জানিয়েছেন বারের সাবেক সম্পাদক ও সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট মোহাম্মদ মমতাজ উদ্দিন আহমেদ মেহেদী।
প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের কাছে রোববার (৫ নভেম্বর) এ আবেদন করেন তিনি।
তিনি তার আবেদনে বলেন, বিচারপ্রার্থীর চাপ বেড়ে যাওয়ায় এফিডেভিট সেকশনে চাপ বেড়েছে। মামলা জট নিরসনে প্রতি শনিবার এফিডেভিট সেকশন খোলা রাখা অত্যন্ত জরুরি।
এছাড়া, বর্তমানে ডেসপাস শাখা দুপুর একটা পর্যন্ত চালু আছে। ডেসপাস শাখায় প্রচুর আদেশ পেন্ডিং থাকায় বিশেষ করে ফৌজদারি মামলায় জামিন-প্রার্থীরা ঠিক সময়ে বের হতে পারছেন না।
পাশপাশি, মামলা জট কমিয়ে আনতে সুপ্রিম কোর্টের বাৎসরিক ছুটি কমিয়ে আনলে বিচারপ্রার্থী জনগণ এবং আইনজীবীরা উপকৃত হবে।
একইসঙ্গে কয়েকটি ক্রিমিনাল মোশন বেঞ্চকে আগাম জামিনের সুনির্দিষ্ট ক্ষমতা দেওয়ার জন্য আবেদনে উল্লেখ করেন তিনি।