অনুমতি ছাড়া ব্যক্তিগত তথ্য-উপাত্ত ব্যবহারের সুযোগ বন্ধ করতে ‘ব্যক্তিগত উপাত্ত সুরক্ষা আইন, ২০২৩’ এর খসড়ার নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।
আজ সোমবার (২৭ নভেম্বর) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে খসড়ার নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে।
সরকারপ্রধানের কার্যালয়ে ওই বৈঠক শেষে সচিবালয়ে সাংবাদিকদের ব্রিফ করেন মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন। তিনি বলেন, “এখন তথ্য সবথেকে বড় রিসোর্স। তথ্য ব্যবহার কৌশলগত রিসোর্স হিসেবে পরিগণিত হয়। তথ্য এখন সবথেকে প্রয়োজনীয় উপকরণ।”
“তথ্য ব্যবহারে ব্যক্তির সম্মতির প্রয়োজন হয়, সেটি নিশ্চিত করার জন্য বাংলাদেশ উপাত্ত সুরক্ষা বোর্ড প্রতিষ্ঠা করা হবে। এই বোর্ড এসব বিষয় দেখাশোনা করবে।”
মন্ত্রিপরিষদ সচিব বলেন, “উপাত্ত যারা সংগ্রহ করবে, তাদের জন্যও অনুসরণীয় কিছু নীতিমালা থাকবে জানিয়ে মন্ত্রিপরিষদ সচিব বলেন, “বোর্ড বিষয়গুলো ঠিক করে দেবে। সেসব মেনেই কাজ করতে হবে। যারা তথ্য সংগ্রহ ও প্রক্রিয়া করবে, তাদেরও নিবন্ধিত হতে হবে।”
তথ্যের বিভিন্ন ধরেনের শ্রেণি-বিভাগ থাকবে জানিয়ে মাহবুব হোসেন বলেন, “অনুমতি ছাড়া তথ্য ব্যবহার করা যাবে না। ব্যক্তি অনুমতি দিলেও কিছু তথ্য নির্ধারিত পদ্ধতি অনুসরণ ছাড়া ব্যবহার করা যাবে না।”