পাবলিক বিশ্ববিদ্যালয়ে সান্ধ্যকালীন কোর্স বন্ধে সংশ্লিষ্টদের লিগ্যাল নোটিশ
আইনি নোটিশ

চাঁদপুরে কলেজে ভর্তিতে ভুতুড়ে আবেদন, প্রতিকার চেয়ে লিগ্যাল নোটিশ

চাঁদপুরের হাইমচর উপজেলার দুর্গাপুর স্কুল অ্যান্ড কলেজে শিক্ষার্থীদের অজান্তে ভর্তির আবেদনপত্র গ্রহণ করার ঘটনায় প্রতিকার চেয়ে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে।

ভুক্তভোগী ৩৩ শিক্ষার্থীর অভিভাবকের পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার এ বি এম হামিদুল মিসবাহ গত শনিবার (১ জুন) এ নোটিশ পাঠান। আজ সোমবার (৩ জুন) তিনি নোটিশ পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছেন।

শিক্ষা সচিব, তথ্য ও প্রযুক্তি সচিব, চাঁদপুর জেলা শিক্ষা অফিসারসহ সংশ্লিষ্টদের এ নোটিশ পাঠানো হয়েছে।

নোটিশ একাদশ শ্রেণিতে ভর্তির জন্য আবেদনপত্র ছাড়াই বেআইনি পদ্ধতিতে তৈরি করা অ্যাকাউন্টগুলো (অননুমোদিত অ্যাকাউন্ট) সরানোর জন্য অবিলম্বে পদক্ষেপ নিতে বলা হয়েছে। অন্যথায় উচ্চ আদালতে রিট করা হবে বলে নোটিশে উল্লেখ করা হয়েছে।

গত ৩০ মে ‘কলেজে ভর্তিতে ভুতুড়ে আবেদন, ভোগান্তিতে শিক্ষার্থীরা’ শিরোনামে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে এবার কলেজে ভর্তির পালা। কিন্তু ডিজিটাল পদ্ধতিতে ভর্তির আবেদন করতে গিয়ে দেখে শিক্ষার্থীদের আবেদন অন্য কেউ করে ফেলেছে।

এ নিয়ে চাঁদপুরের হাইমচরে ২০ থেকে ২৫ জন শিক্ষার্থী জেলা প্রশাসক এবং উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ করেছে। এ সমস্যা থেকে পরিত্রাণ পেতে স্থানীয় প্রেস ক্লাবেও সংবাদ সম্মেলন করে তারা।

খোঁজ নিয়ে জানা গেছে, হাইমচর কেভিএন উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী আফরোজা এবং বালিকা উচ্চ বিদ্যালয়সহ কয়েকটি স্কুল ও মাদ্রাসার শিক্ষার্থীদের অজান্তে হাইমচর উপজেলার দুর্গাপুর স্কুল অ্যান্ড কলেজে ভর্তির আবেদন করা হয়েছে। কিন্তু কে বা কারা এ আবেদন করেছে তা জানা যায়নি। এ নিয়ে ভোগান্তিতে পড়েছে শিক্ষার্থীরা।

গত ২৯ মে উপজেলা প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে কেভিএন উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী আফরোজা ও বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ফাতেমা জানান, ২০২৪ সালে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে তারা তাদের পছন্দের কলেজে ভর্তি আবেদন করতে গিয়ে দেখে কে বা কারা দুর্গাপুর স্কুল অ্যান্ড কলেজে তাদের আবেদন করেছে। তারা আরও উন্নত মানের শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি হবে। ওই প্রতিষ্ঠানে অন্য কেউ আবেদন করার কারণে তাদের পছন্দের কলেজে ভর্তি আবেদন করতে পারছে না।

শিক্ষার্থীদের নিজেদের ও পরিবারের ইচ্ছার বাইরে কেন এমন আবেদন করা হলো তার সুষ্ঠু বিচারের দাবি জানান তারা।